'বিশ্ব ক্রিকেটে সম্মানজনক জায়গা আদায় করেছে বাংলাদেশ'

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2018-10-01T15:11:58+06:00
আপডেট হয়েছে - 2018-10-01T23:58:06+06:00
এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। দলে দুই তারকা ক্রিকেটারকে ছাড়া যেভাবে পুরো টুর্নামেন্টে লড়াই করেছে সেটা সত্যি প্রশংসনীয়। এবার এশিয়া কাপের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন শ্রীলঙ্কান সাবেক পেসার চামিন্দা ভাস। তিনি মনে করেন ক্রিকেট বিশ্বে একটি সম্মাজনক জায়গা আদায় করে নিয়েছে বাংলাদেশ।
[caption id="attachment_57980" align="aligncenter" width="775"]

বাংলাদেশ দল[/caption]
এশিয়া কাপের শুরুতেই তামিমকে হারায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ইনজুরিতে পড়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। ইনজুরিতে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। শেষ পর্যন্ত ইনজুরির সঙ্গে টিকে না থাকতে পেরে দুই ম্যাচ আগেই দেশে ফিরেছেন তিনি। এছাড়াও পুরো টুর্নামেন্টেরই পাঁজরের ইনজুরি নিয়ে খেলেছেন
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।।
দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা তো নিত্যদিনই ইনজুরির সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন বাইশ গজে। এত কিছুর ধকল সামলেও বাংলাদেশ যে একটুকু আগাবে সেটা হয়ত অনেকেই বিশ্বাস করতে চায় নি। তবে পুরো টুর্নামেন্টেই নিজেদের সেরাটা দিয়ে লড়েছে বাংলাদেশ। ফাইনালে
ের কাছে শেষ বলে হেরেছে টাইগাররা। দলের ক্রিকেটারদের এমন ডেডিকেশন দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট বিশ্বের অনেকেই।
এবার এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ২০০৩ সালে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধ্বস নামিয়ে দেওয়া চামিন্দা ভাস। খুব কাছ থেকেই দেখেছেন টাইগারদের পারফরম্যান্স। অন্যান্যদের মতো মুগ্ধ করেছে তাকেও। বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন ক্রিকেট বিশ্বে একটা সম্মানজনক জায়গা তৈরি করে নিয়েছে বাংলাদেশ।
“দুর্দান্ত। আসলে বাংলাদেশ গত ১০-১২ বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে। এই সময়ের আগে ক্রিকেটে বাংলাদেশ যেখানে ছিল, সেখান থেকে এত দূর আসাটা মুখের কথা নয়। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটে সম্মানজনক একটা জায়গা আদায় করে নিয়েছে। এই যে এশিয়া কাপের ফাইনাল খেলল, সেটা তো এমনি এমনি হয়নি। খুব তাড়াতাড়ি হয়তো শিরোপাও জিততে শুরু করবে। আমি বাংলাদেশের ক্রিকেটের দারুণ ভবিষ্যৎ দেখতে পাই।”
কোন বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তিনবার। যার মধ্যে একবারও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। তিনবারের মধ্যে দুইবারেই খুব কাছে গিয়েছিলো বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ট্রফি জিততেও শুরু করবে।
আরও পড়ুনঃ ধোনির কাছে প্রত্যাশা কমানোর পরামর্শ