আম্পায়ারদের নিয়ে মন্তব্য করতে চান না রোডস

প্রকাশিত হয়েছে - 2018-12-23T09:08:12+06:00
আপডেট হয়েছে - 2018-12-23T09:08:12+06:00
সিরিজ নির্ধারণী ম্যাচ তো একেই বলে! পারফরম্যান্সের বিচারে ম্যাচ পেন্ডুলামের মত একেক সময় দুলেছে একেক দলের দিকে। শেষমেশ হেলে পড়েছে সফরকারী দলকে হাসাতেই। আম্পায়ারিং নিয়েও শীতের সন্ধ্যায় ছড়াল উত্তপ্ততা। অলিখিত ফাইনাল যেন পেয়েছিল সত্যিকারের ফাইনালের মর্যাদা।
[caption id="attachment_61333" align="aligncenter" width="800"]

স্টিভ রোডস। ফাইল ছবি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
ম্যাচ শেষে ক্যারিবীয়দের সিরিজ জয় কিংবা
ের পরাজয়ের চেয়েও বড় বিষয় হয়ে থাকল ম্যাচের অনাকাঙ্ক্ষিত বিরতি আর বাগড়া। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডসের দিকেও এ নিয়ে ছোঁড়া হল প্রশ্ন।
আম্পায়ারের ভুল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে না গেলেও এমন সিদ্ধান্ত মেনে নেওয়া কষ্টকর ছিল রোডসের কাছেও। তবে ম্যাচ অফিসিয়ালদের দিকে আঙুল তুলতেও আপত্তি তার। রোডস বলেন,
‘
আমি মনে করি
,
যারা খেলাটা ভালোবাসি তারা সবাই চাই যেন সবকিছু ভালো মতো হোক
।
কিন্তু কখনও কখনও কিছু ব্যাপার ঠিকঠাক হয় না
।
তবে আগেই বলেছি
,
আমি ম্যাচ অফিসিয়ালদের দিকে আঙুল তুলতে চাই না
।’
আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দিয়েই উসকে দিয়েছিলেন বিতর্ক। তবে আম্পায়ারদের প্রসঙ্গে কিছু বলার ক্ষেত্রেও কুলূপ থাকল রোডসের মুখে,
‘
আম্পায়ারদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না
।
কোচ হিসেবে সেটা করা ঠিকও হবে না
।
কী হয়েছে সবাই তা দেখেছে
।
টিভিতেও অনেকে দেখেছেন কী হয়েছে
।
তারা তাদের রায় দিতে পারেন
।’
রোডস বলেন,
‘
আমি এতটুকু বলতে পারি
,
এটা অবশ্যই খেলার ধরনটাই পাল্টে দিয়েছে
।
অবশ্যই আমরা চাইতাম না মাঝখানের ওই বিরতিটা হোক
।’
বাংলাদেশ দলের কোচ মনে করেন, অনাকাঙ্ক্ষিত এই বিরতি না এলে জয় নিয়েই মাঠ ছাড়ত বাংলাদেশ,
‘
যেভাবে খেলছিলাম
,
ছয় সাত ওভার খেলে যেতে পারলে ম্যাচটা হয়তো আমাদেরই হতো
।
তবে উইন্ডিজকে কৃতিত্ব দিতে চাই
।
সত্যি বলতে কী
,
ওরা এই ঘটনা থেকে যেন জ্বলে উঠেছিল
।
তারা এক জোট হয়ে পুরো দল হয়ে লড়াই করেছে
।
হয়তো যা ঘটেছে
,
সেটা তাদের পক্ষেই গেছে
।’