আরব আমিরাতে পিএসএল চায় ফ্র্যাঞ্চাইজিগুলো

প্রকাশিত হয়েছে - 2021-05-04T18:00:49+06:00
আপডেট হয়েছে - 2021-05-04T18:00:49+06:00
গত মার্চ মাসে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বাকি ম্যাচগুলো আবার শুরু হবে ১ জুন থেকে। করাচিতে ম্যাচগুলো হওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো চায় টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে হোক।
[caption id="attachment_156074" align="aligncenter" width="780"]

আগামী জুনে সম্পন্ন হবে ষষ্ঠ পিএসএল। ফাইল ছবি[/caption]
পিএসএল ২০২১ এর প্রথম দুই সপ্তাহ বেশ নির্বিঘ্নেই চলেছিল। তারপর প্রথম ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত অজি ক্রিকেটার ফাওয়াদ আহমেদ। পরে কয়েকটি দলে করোনার আক্রমণ হলে টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছিল। সেই ম্যাচগুলো সব পাকিস্তানেই আয়োজিত হয়েছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শুরু হওয়ার কথা আগামী ১ জুন থেকে। সূচি অনুযায়ী এই ম্যাচগুলোও পাকিস্তানেই আয়োজিত হবে। কিন্তু উপমহাদেশে হঠাৎ করেই করোনার আক্রমণ বৃদ্ধি পাওয়ায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পাকিস্তানে নয়, বরং সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
যেই দিনে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার দাবি জানালেন, এই একই দিনে আবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। হঠাৎ করেই গত দুইদিনে আইপিএলে একাধিক ক্রিকেটার ও কর্মীরা আক্রান্ত হওয়ায় ২৯টি ম্যাচের পরে অবশেষে আইপিএল বন্ধ করতেই বাধ্য হলো বিসিসিআই।
উল্লেখ্য, আইপিএলের গত আসর (২০২০) পুরোটাই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। করোনার আক্রমণের কারণেই গত বছর
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । নিজ দেশে আইপিএল আয়োজন করতে পারেনি। এবার ভারতের অবস্থা ছিল আরও ভয়াবহ। তারপরও ২৯টি ম্যাচ তারা নির্বিঘ্নেই আয়োজন করেছে।