আলিম দারের কীর্তিতে মুশফিকের অভিনন্দন

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-03-21T12:26:22+06:00
আপডেট হয়েছে - 2021-03-21T12:26:22+06:00
আম্পায়ারদের কীর্তি নিয়ে খুব বেশি আলোচনা হয় না। অথচ ভদ্রলোকের খেলা ক্রিকেট পরিচালিত হয় তাদের দ্বারাই। অনেকটা নীরবেই অনন্য এক কীর্তি গড়েছেন আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার। তবে তাকে অভিনন্দন জানাতে ভুলেননি মুশফিকুর রহিম।

ের আম্পায়ার আলিম দার বর্তমান সময়ের জনপ্রিয় আম্পায়ারদের একজন। ক্রিকেট ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি গড়েছেন ৪০০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার রেকর্ড।
আলিম দার এই কীর্তি গড়েছেন
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার রেকর্ড গড়েন (স্বদেশী আহসান রাজার সাথে যৌথভাবে ৫২ ম্যাচ)। তৃতীয় ম্যাচে তাকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি স্পর্শ করেন ৪০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক।
তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মুশফিক বলেন,
'আম্পায়াররা বেশিরভাগ সময়ই তাদের স্বীকৃতি পান না। তবে এই ভদ্রলোকেরা মাঠে তাদের কঠোর পরিশ্রমের জন্য অনেক কৃতিত্বের দাবিদার। এটা কখনই সহজ কোনো কাজ নয়।'
Umpires often do not get the appreciation they deserve, but these gentlemen deserve a lot of credit for the hard work... Posted by Mushfiqur Rahim on Saturday, March 20, 2021
মুশফিক আরও উল্লেখ করেন,
'আলিম দার ভাইকে আন্তরিক অভিনন্দন, সফলভাবে ৪০০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য। মাশাআল্লাহ।'
আলিম দার তার এই অর্জন উৎসর্গ করেছেন পরিবারের সদস্যদের। আইসিসির মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন,
'আমার এই অর্জন মা-বাবা ও পরিবারের সদস্যদের উৎসর্গ করতে চাই।'