আল আমিন-মুজিবদের নৈপুণ্যে কুমিল্লার সামনে সহজ লক্ষ্য

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-01-07T15:04:07+06:00
আপডেট হয়েছে - 2020-01-07T15:04:07+06:00
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম ও বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের শেষ ম্যাচেও সমর্থকদের হতাশ করছে সিলেট থান্ডার। আসরের ৩৫তম ও নিজেদের ১২তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ১৪২ রানের পুঁজি জড়ো করেছে সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি।

এই ম্যাচ দিয়ে বিপিএল ফের ফিরেছে 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টস হেরে ব্যাট করতে নেমে সিলেট ধীর শুরু পায় দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও আব্দুল মজিদের ব্যাটে।




পাওয়ারপ্লের শেষ ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৭ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক ফ্লেচার, ২৫ বলে মাত্র ২২ রান করে। জনসন চার্লস বোলারদের উপর চড়াও হলেও ইনিংসকে বড় করতে পারেননি। ১৫ বলে ১টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে সাজঘরে ফেরেন ২৬ রান করে। ফ্লেচারের পর চার্লসকেও শিকার করেন কুমিল্লার পেসার আল আমিন হোসেন।
এরপর আব্দুল মজিদ ও মোহাম্মদ মিঠুন দেখেশুনে খেলতে গেলে শ্লথ হয়ে যায় সিলেটের রানের গতি। মিঠুনের ব্যাটও এদিন চওড়া ছিল না। ২৫ বলের মোকাবেলায় মাত্র ১৮ রান করেন তিনি। শেষদিকে জীবন মেন্ডিসের ১১ বলে ২৩ ও মজিদের ৪০ বলে ৪৫ রানের ইনিংস সিলেটকে এনে দেয় ১৪১ রানের পুঁজি, ৫ উইকেট হারিয়ে।





কুমিল্লার পক্ষে আল আমিন ও ডেভিড উইজ দুটি এবং মুজিব উর রহমান একটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস: কুমিল্লা ওয়ারিয়র্স
সিলেট থান্ডার ১৪১/৫ (২০ ওভার)
মজিদ ৪৫, চার্লস ২৬, মেন্ডিস ২৩, ফ্লেচার ২২, মিঠুন ১৮
আল আমিন ৩০/২, উইজ ৩১/২, মুজিব ২৩/১
জয়ের জন্য কুমিল্লা ওয়ারিয়র্সের প্রয়োজন ১৪২ রান।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।