'আশরাফুল শুধুই একটি নাম'

প্রকাশিত হয়েছে - 2018-08-14T11:35:26+06:00
আপডেট হয়েছে - 2018-08-14T11:35:26+06:00
৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সব ধরনের ক্রিকেটে খেলার যোগ্য এখন মোহাম্মদ আশরাফুল। তবে জাতীয় দলে ফেরার স্বপ্ন থেকে আশরাফুলকে কিছুটা পিছনে হাঁটতে হচ্ছে। কেননা বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের পরিকল্পনায় এখন নেই আশরাফুল। এদিকে এই ডানহাতি ব্যাটসম্যানকে আলাদাভাবে গুরুত্ব দিতে চাইছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আশরাফুলকে জাতীয় দলে ফেরানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক আলোচনা হচ্ছে। তবে বিসিবির কাছে সেটি আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে না। অন্যসব ক্রিকেটারের মতোই আশরাফুলকে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটিই জানিয়েছেন জালাল ইউনুস, ‘দ্যাখেন, আশরাফুল শুধুই একটি নাম। ১০ জন ক্রিকেটার যেভাবে জাতীয় দলে আসে তাকেও সেভাবে আসতে হবে। আপনারা জানেন ৫ বছর সে ক্রিকেটের বাইরে ছিলো। ঘরোয়া ক্রিকেটে দুইটি মৌসুম সে খেলেছে। সেটা পর্যাপ্ত নয়। তাছাড়া তার ফিটনেসের ব্যাপারও আছে। আশরাফুলকে দলে আনার বিষয়টি নির্বাচকদের ভাবনায় আছে কী না আমি জানি না। আমি কালকে দেখেছি প্রধান নির্বাচক বলেছে যে এখনই সেই ধরনের কোনো ভাবনা তাদের নেই, তাকে অন্তর্ভূক্ত করার জন্য।’
অন্যসব ক্রিকেটারের মতো ঘরোয়া ক্রিকেটে আশরাফুলকে ধারাবাহিকভাবে ভালো করতে হবে । এদিকে আসন্ন বিপিএলে অংশ নিতে বাঁধা নেই এই ডানহাতি ব্যাটসম্যানের। সেখানে সবার নজর থাকবে। পাশাপাশি অন্য ফরম্যাটগুলোতে কেমন করবেন আশরাফুল? এটাও বিবেচনায় রাখবে বিসিবি। আর আলাদা গুরুত্ব পাবে ফিটনেস।
জালাল ইউনুস আরও বলেন, 'সামনে একটা ঘরোয়া মৌসুম আছে, সেখানে তাকে খেলতে হবে। সব ফরম্যাটে খেলতে হবে। এতদিন সে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে পারছিলো না। সেই ফরম্যাটেও সে খেলতে পারবে। নির্বাচকরা চাচ্ছে তিন ফরম্যাটে তাকে আরেকবার দেখতে। তার ফিজিক্যাল ফিটনেসটা কেমন, এটা গুরুত্বপূর্ণ। সেজন্যই আমার মনে হয় তাকে অপেক্ষা করতে হবে।’