আয়ারল্যান্ডে বিশ্বকাপের মতো উইকেট চান মাশরাফি

প্রকাশিত হয়েছে - 2019-04-29T14:55:30+06:00
আপডেট হয়েছে - 2019-04-30T10:28:00+06:00
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ড- বাংলাদেশ-উইন্ডিজ নিয়ে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজার চাওয়া ইংল্যান্ডের মতো উইকেট।

ত্রিদেশীয় সিরিজের পর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। সেখানকার অপরিচিত উইকেটের কন্ডিশনও হবে বাংলাদেশের প্রতিপক্ষ। মাশরাফি মনে করেন আয়ারল্যান্ডের উইকেট ইংল্যান্ডের উইকেটের মতো হলে তা সহায়ক হবে বিশ্বকাপের প্রস্তুতিতে।




২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। ঐ টুর্নামেন্টের আগেও আয়ারল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় বাংলাদেশ। তবে ঐ সফরে উইকেট আর ইংল্যান্ডের উইকেট ছিল সম্পূর্ণ ভিন্ন। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে উইকেট হবে ব্যাটসম্যানদের স্বর্গ। রানের ফোয়ারা ছোটাবেন ব্যাটসম্যানরা। তবে আয়ারল্যান্ডের উইকেট যদি তেমন না হয় সেক্ষেত্রে প্রস্তুতিটা যথাযথ হবে কিনা তা নিয়ে অধিনায়কের মনে রয়েছে সংশয়।
মাশরাফি বলেন,
"আগেরবার যখন খেলেছিলাম আয়ারল্যান্ডে, ওরকম উইকেট দিলে ওটা আমাদের প্রস্তুতিতে কতটা সাহায্য করবে আমি নিশ্চিত নই। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেয়ে ঐ ধরণের উইকেট পাইনি। একদম ভিন্ন উইকেট ছিল ।আশা করব উইকেটের মিল থাকবে। কারণ আয়ারল্যান্ড সফরকে আমরা প্রস্তুতি হিসেবে নিয়েছি।"





অনেকেই মনে করেন বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডটিই বাংলাদেশের সেরা দল। এই তকমা গায়ে নিতে চাচ্ছেন না মাশরাফি। তিনি বলেন,
"এশিয়া কাপেও আমরা এই দল নিয়েই গিয়েছি। তখনো ট্রফি জিততে পারিনি। সেরা দলই ছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এ টিম নিয়ে খেলেছি। খুব আগের বিষয় না। এই সেরা দলই ছিল। এই হাইপ তোলার প্রয়োজন নাই। অপ্রোয়জনীয় একটা হাইপ আমি মনে করি। দুই বছর আগে এই টিমই খেলেছে। এমন কিছু শিখেনি বা এমন অসাধারণ তাদের মাঝে আসেনি যে এই মুহূর্তে তারা সেরা দল। সেরা দল সব সময় ভালো করে না। যারা মাঠে সেরাটা করতে পারে তারাই ভালো করে। সেটার দিকে ফোকাস রাখাটা গুরুত্বপূর্ণ।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।
এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক খবর সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন
ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে
। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।