ইংল্যান্ডের আগেই বাংলাদেশে ১০০ বলের ক্রিকেট

প্রকাশিত হয়েছে - 2018-04-24T21:28:58+06:00
আপডেট হয়েছে - 2018-04-25T01:01:18+06:00
কয়েকদিন আগে ক্রিকেটে ১০০ বলের নতুন ক্রিকেট ম্যাচের প্রস্তাব করেছিল
ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত একটু ইনজুরি হলেই ক্রিকেটাররা ইংলিশ কাউন্টি ছেড়ে ঝাপ দেন আইপিএলের দিকে। এতে প্রভাব পড়ছে ইংলিশ কাউন্টি দলগুলোর উপর। যার কারণে কাউন্টিকে আরও আকর্ষণীয় করে তুলতে এই প্রস্তাব দিয়েছিল ইসিবি।
২০২০ সালে ঘরোয়া টুর্নামেন্টে এই সংস্কার আনার চিন্তা-ভাবনা করছে ইসিবি। ৬ বলের ১৫টি ওভার স্বাভাবিক ওভার খেলা হলেও ১০০ বলের কোটা পূরণ করতে বাকি ১০ বলে গণনা হবে একটি ওভার। মোট ১৬ ওভারের ক্রিকেট আনতে চাচ্ছে। ইসিবি প্রস্তাব দিলেও তাঁদের আগেই সেটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কোন আন্তর্জাতিক বা ঘরোয়া কোন টুর্নামেন্টে নয়, সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হওয়া মাস্টার্স ক্রিকেট কার্নিভালে এটির প্রচলন করতে চাচ্ছে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। আজ মিরপুরে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্লেয়ার্স ড্রাফটে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। এই টুর্নামেন্টে নতুনত্ব আনতেই এমন অভিনব চিন্তা-ভাবনা করেছে তারা।
‘এটা আমাদের কাছে নতুন একটা আইডিয়া। আমরা চেষ্টা করে দেখি
, এটা কেমন। যদি মনে হয় এটা ভালো হচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে, তাহলে ভবিষ্যতেও এটা হতে পারে। ১৫ ওভার স্বাভাবিক নিয়মেই হয়ে যাবে। শেষ ওভারের ১০ বল একজন বোলারই করবে।’
মাস্টার্স ক্রিকেট কার্নিভালে ১০০ বলের ক্রিকেটের ব্যাপারে আকরাম খানের পাশাপাশি নিজের মতামত প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও। নতুন নিয়ম নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তার আশা গত দুই বছরের মতই এবারের আসরও সফল হবে।
‘এবার আমরা ১০০ বলের ম্যাচ খেলব। আশা করি
, টুর্নামেন্টটা গত দুই বছরের মতো সফল হবে।’
গত দুই বছর সফলভাবেই আয়োজিত হয়েছে সাবেকদের নিয়ে এই টুর্নামেন্ট। এবারে টুর্নামেন্টে অংশ নিবে মোট পাঁচটি দল। আগামী ২ মে কক্সবাজারে পর্দা উঠবে টুর্নামেন্টটির এবং ৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এবারের আসরের ম্যাচগুলো সম্প্রচার করবে চ্যানেল আই।
আরও পড়ুনঃ ইনজুরিতে আইপিএল শেষ স্ট্যানলেকের