██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল চান গিলিস্পি

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল চান গিলিস্পি
Azmal Tanjim Shakir

Azmal Tanjim Shakirপ্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2019-04-11T11:35:33+06:00

আপডেট হয়েছে - 2019-04-11T13:31:40+06:00

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলিস্পি আসন্ন বিশ্বকাপে দেখতে চান অস্ট্রেলিয়াইংল্যান্ডের ফাইনাল। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০২ উইকেট নেওয়া এ সাবেক পেসার মনে করেন এ বিশ্বকাপের 'ডার্ক হর্স' অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল চান গিলিস্পি
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেসন গিলিস্পি মনে করেন পাঁচবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া জানে কীভাবে বিশ্বকাপ জিততে হয়।
তিনি বলেন,
"বিশ্বকাপের প্রতিটি দল জানে যে কীভাবে বিশ্বকাপ জিততে হয় তা অস্ট্রেলিয়ার জানা আছে। এটা সব দলের মাথায় থাকবে যে অস্ট্রেলিয়া হয়তো ফেভারিট না কিন্তু তারা জানে  বিশ্বকাপ কীভাবে জিততে হয়।"
অস্ট্রেলিয়াকে ডার্ক হর্স আখ্যা দিয়ে বলেন, "আমার কাছে অস্ট্রেলিয়া এ বিশ্বকাপের ডার্ক হর্স এবং আমি তাদের বাতিলের খাতায় দিতে পারি না।"
বর্তমানে কাউন্টি দল সাসেক্সের কোচিংয়ের দায়িত্ব পালন করছেন জেসন গিলিস্পি। স্বাগতিক ইংল্যান্ডকেও বিশ্বকাপের শিরোপার দাবিদার মনে করছেন তিনি। তিনি বলেন, "ইংল্যান্ড ঘরের মাঠে খেলছে এবং তাদেরকে অনেকেই ফেভারিট বলছে। আমি মনে করি তারা এ তকমার যোগ্য।". ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল দেখতে চেয়ে বলেন, "আমি ব্যক্তিগতভাবে  স্বার্থপর হয়েই লর্ডসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল দেখতে পছন্দ করব। আমি মনে করি এটা দেখতে দারুণ হবে। ওয়ানডেতে দারুণ ফর্মে আছে অস্ট্রেলিয়া।
ও পাকিস্তানকে সিরিজ হারিয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে করেছে হোয়াইটওয়াশ। এমন দারুণ পারফরম্যান্স  দলকে আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন গিলিস্পি। ভারত এবং
ের বিপক্ষে বেশ ভালো ক্রিকেট খেলেছে বলে মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার সাথে লড়াকু পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে ইনজামাম বলেন, ‘বেশ কয়েকটা ম্যাচে আমরা অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়েই দিচ্ছিলাম। তাদের জায়গায় যদি আমাদের মূল একাদশের নিয়মিত খেলোয়াড়েরা খেলত, তাহলে হয়তো সিরিজের কিছু ম্যাচ আমরাও জিততাম, এভাবে ধবলধোলাই হতে হতো না।’অস্ট্রেলিয়া সিরিজে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার যৌক্তিকতা জানিয়ে তিনি বলেন.....

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.