ইঞ্জুরিতে অ্যাবট, বদলি খুঁজল অস্ট্রেলিয়া

প্রকাশিত হয়েছে - 2019-12-30T14:33:40+06:00
আপডেট হয়েছে - 2019-12-30T14:33:40+06:00
চোটের কারণে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলীয় পেসার শন অ্যাবট। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে এক ব্যাটসম্যানকে- অ্যাবটের চোটে ওয়ানডে দলে ফিরেছেন ওপেনিং ব্যাটসম্যান ডি’আর্কি শর্ট।
[caption id="attachment_110124" align="aligncenter" width="700"]

ডি'আর্কি শর্ট। ফাইল ছবি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
অস্ট্রেলিয়ার হয়ে ২০টি টি-টোয়েন্টি খেললেও ডি'আর্কি ওয়ানডে ম্যাচ খেলেছেন মাত্র ৪টি। ২০১৮ সালের নভেম্বরে, অর্থাৎ এক বছরেরও বেশি সময় আগে খেলেছিলেন নিজের শেষ ওয়ানডে। টি-টোয়েন্টির শেষ ম্যাচটিও খেলেছেন বিদায়ী বছরের ফেব্রুয়ারিতে।





দলে ডাক পাওয়া তাই তার জন্য বড় এক সুখবর।
অ্যাবট সাইড স্ট্রেইনের কারণে ছিটকে পড়েছেন মাঠের বাইরে। বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলার সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) এই চোট বাঁধান তিনি। ডি'আর্কি নিজেও ব্যস্ত ছিলেন বিগ ব্যাশে। হোবার্ট হারিক্যান্সের হয়ে তিন ম্যাচে দুটি ফিফটিও হাঁকিয়েছেন।





ডি'আর্কিকে মূলত স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেছেন নির্বাচকরা। অ্যাডাম জাম্পার সাথে স্পিনে হাত ঘুরাতে পারবেন- এই ধারণা থেকেই পেসার অ্যাবটের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ডি'আর্কিকে।
নতুন বছরের শুরুতে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। সফরে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে অজিরা। ১৪, ১৭ ও ১৯ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের ম্যাচগুলো।
অস্ট্রেলিয়ার
ওয়ানডে
স্কোয়াড
:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, প্যাট কামিন্স, জস হ্যাজলউড, অ্যাস্টন আগার, আলেক্স ক্যারি, পিটার হ্যান্ডসকম্ব, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডি’আর্কি শর্ট ও অ্যাডাম জাম্পা।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।