‘ইতিবাচক ব্যাটিংয়ে’ই আফিফের এই বাজিমাত

প্রকাশিত হয়েছে - 2019-09-13T23:55:19+06:00
আপডেট হয়েছে - 2019-09-13T23:56:19+06:00
স্বল্পভাষী হিসেবে আফিফ হোসেন ধ্রুবর সুনাম আছে। খুব কাছের মানুষদের ছাড়া অন্যদের সামনে প্রয়োজন ছাড়া কথা বলতেও যেন মানা। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার নিতে আসলেন যখন- ঠিক সেই আফিফের দেখাই মিলল!

বয়স মাত্র ১৯। এর আগে খেলেছেন মাত্র একটি টি-টোয়েন্টি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) যখন ব্যাট হাতে ক্রিজে নামার সুযোগ পেলেন, জিম্বাবুয়ের গর্জনে
ের টাইগাররা তখন রীতিমত কোণঠাসা। তবে সেখান থেকেই সাবলীল ব্যাটিং দিয়ে দলকে এনে দিলেন অনেকটা অবিশ্বাস্য এক জয়।





দেখে মনে হল- ব্যাটিংটা কতই না সোজা আফিফের কাছে!
২৬ বলের মোকাবেলায় ৫২ রান, হাঁকিয়েছেন ৮টি চার ও ১টি ছক্কা। তাকে দারুণ সঙ্গ দেওয়া মোসাদ্দেক ১২৫ স্ট্রাইক রেট নিয়েই হাঁকিয়েছেন ২টি ছক্কা। আফিফের ‘বাউন্ডারি ফিগার’ বলে দিচ্ছে, বয়স কম হলেও চাপে পড়া দলকে টেনে তুলতে পরিণতিবোধ কীভাবে প্রদর্শন করা হয়, স্বল্পভাষী তরুণ তা বেশ ভালো করেই জানেন!





ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার নিতে আসলেও মুখে নেই হাসি। হয়ত ক্লান্ত, কিংবা মুগ্ধ খোদ নিজের পারফরম্যান্সেই। সঞ্চালনার দায়িত্বে থাকা শামীম আশরাফ চৌধুরী হাসতে বললে একটু হেসেও দেখালেন। তবে সবচেয়ে মাধুর্যতা দেখিয়েছেন মাঠেই। জিম্বাবুয়ের জয়ের আশায় গুড়েবালির মাধ্যমে!
আফিফ জানালেন, ইতিবাচক ব্যাটিংই তার এই সাফল্যের রহস্য। আর সঙ্গী মোসাদ্দেককেও জানিয়েছেন কৃতজ্ঞতা।
তিনি বলেন,
‘আমি ইতিবাচক থেকে ব্যাটিং করার চেষ্টা করেছি। এমন পরিস্থিতিতে খেলতে পেরে রোমাঞ্চিত ছিলাম। কারণ দীর্ঘ সময় পর দলকে জেতানোর একটি সুযোগ এসেছিল। বলকে সজোরে মারতে চেয়েছি, টাইমিংও ভালো হচ্ছিল। মোসাদ্দেকের সাথে পার্টনারশিপ দারুণ উপভোগ্য ছিল। সে মাঠে আমাকে অনেক সমর্থন যুগিয়েছে।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।