উইন্ডিজের বিশ্বকাপ রিজার্ভ লিস্টে পোলার্ড ও ব্রাভো

প্রকাশিত হয়েছে - 2019-05-19T14:24:52+06:00
আপডেট হয়েছে - 2019-05-19T15:05:41+06:00
উইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আরও আগেই। সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার কাইরন পোলার্ডের। এবার উইন্ডিজ ক্রিকেট বোর্ডের ঘোষিত বিশ্বকাপের জন্য রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

উইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন এমন গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো। তবে শেষ পর্যন্ত মূল স্কোয়াডে জায়গা না হলেও জায়গা পেয়েছেন রিজার্ভ ক্রিকেটারের তালিকায়। বিশ্বকাপের জন্য রিজার্ভ ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছে ক্রিকেট উইন্ডিজ। সেই তালিকায় নাম রয়েছে কাইরন পোলার্ডের।




শুধু পোলার্ড নয় রিজার্ভ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন অবসর নেওয়া ডোয়াইন ব্রাভোও! পোলার্ড ও ব্রাভো ওয়ানডে খেলেছেন অনেক বছর আগে। পোলার্ডকে ওয়ানডেতে উইন্ডিজের জার্সি গায়ে দেখা গিয়েছিলো ২০১৬ সালে
ের বিপক্ষে এবং ব্রাভো শেষবার ওয়ানডে খেলেছেন ২০১৪ সালে
ের বিপক্ষে।
দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলা থাকার কারণে জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই দুই ক্রিকেটার। পোলার্ড ও ব্রাভোর সঙ্গে রিজার্ভ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন সুনীল অ্যামব্রিস ও অলরাউন্ডার রেমন রেইফার। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা।





দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার সুনীল নারাইনের। বিশ্বকাপের জন্য দলটি ইতোমধ্যে
ে পৌঁছেছে।
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের
দল:
(অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, ড্যারেন ব্র্যাভো, এভিন লুইস, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ, নিকোলাস পুরান, ওশান থমাস, শেই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল ও শিমরন হেটমেয়ার।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।