██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

একটা সুযোগের অপেক্ষায় ছিলেন রানা

একটা সুযোগের অপেক্ষায় ছিলেন রানা

প্রকাশিত হয়েছে - 2020-01-04T18:30:22+06:00

আপডেট হয়েছে - 2020-01-04T18:30:22+06:00

সিলেট সিক্সার্স থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পেসার মেহেদী হাসান রানা নিজেকে চেনাচ্ছেন নতুন রূপে। হতাশার খোলস মাড়িয়ে সাফল্যর গল্প রাঙাতে কেবল একটা সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। মেহেদী হাসান রানার উইকেট উচযাপন।
গত বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে মাঠে নেমেছিলেন রানা। সেবার ভুলে যাওয়ার মত একটা আসর কেটেছিল তার। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৫৭ রান, ছিলেন উইকেট শূন্য। ব্যাটিংয়ে ১৯৪ করেও সেই ম্যাচ হারতে হয়েছিল সিলেটকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খরুচে বোলিংয়ের জন্য ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেছিলেন রানা।
অথচ এবার কি দারুণভাবেই না ঘুরে দাঁড়িয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণ। তবে শুরুর গল্পটাও সুখকর ছিল না। বঙ্গবন্ধু বিপিএলে শুরুতে দল পাননি। পরে সুযোগ মেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। সুযোগ পেয়ে নিজেকে নিঙড়ে দিচ্ছেন বাঁহাতি এ পেসার। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন রানা। দুই বিপিএলের মাঝে নিজের এমন পরিবর্তনের কথা জিজ্ঞেস করলে রানা বলেন, ‘
আসলে একই রকম ছিলাম। হয়তো বা তখন...আসলে একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। তো ওইটা আসছে। আমিও প্রস্তুত ছিলাম সবেমিলে ভালো হচ্ছে।’
‘পিছনে কি হয়েছে আমি সেটা নিয়ে ভাবি না। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে আমার কি করতে হবে আমি সেগুলা নিয়ে চিন্তা করি।’
সাথে যোগ করেন তিনি। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ সেরা হয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে এসে রানা বলেন,
‘আসলে আমি উইকেট গুনছি না। আমি এক একটা ম্যাচ চিন্তা করতেছি। যে ম্যাচ বাই ম্যাচ আসলে কিভাবে ভালো করা যায়। তো আমি এক একটা ম্যাচই হিসেব করতেছি। ম্যাচ বাই ম্যাচ যেহেতু ইমপ্রুভ করতেছি, ভালো বোলিং করতেছি। তো অবশ্যই উপরে ভালো ভবিষ্যত আছে ইনশাআল্লাহ্‌।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.