██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

এবার খালি হাতে ফিরতে চান না সোহান

এবার খালি হাতে ফিরতে চান না সোহান
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2019-03-04T11:08:40+06:00

আপডেট হয়েছে - 2019-03-04T11:08:40+06:00

ঘরোয়া ক্রিকেটে এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনাল খেলছেন নুরুল হাসান সোহান। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান গত মৌসুমে ডিপিএলের ওয়ানডে সংস্করণের (গত বছর অবশ্য একটি ফরম্যাটই ছিল) ফাইনালে উঠেছিলেন এই শেখ জামাল ধানমন্ডির হয়েই। এবার উঠলেন টি-টোয়েন্টি সংস্করণের ফাইনালে। তার আগে বিপিএলের ফাইনালে উঠেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে।
এবার খালি হাতে ফিরতে চান না সোহান
তবে ফাইনালের খুব ‘প্রিয়পাত্র’ নন যেন সোহান। ডিপিএলে হেরেছেন, বিপিএলের হেরেছেন। এবার সামনে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। দোলেশ্বর নিজেরাও এখনও কোনো শিরোপার দেখা পায়নি। সোহানের হাত ধরে শেখ জামাল প্রথম শিরোপার ছোঁয়া পেতে তাই লড়তে হবে প্রাণপণে! তবে লড়াই শক্ত হবে জেনেই সোহান জানালেন, এবার যেভাবেই হোক জিততে চান ফাইনাল। তিনি বলেন-
‘বিপিএলও খেলেছি ফাইনাল। তো ঐখানে একটা আক্ষেপ ছিল যে চ্যাম্পিয়ন হতে পারিনি। অবশ্যই লক্ষ্য থাকবে এখানে চ্যাম্পিয়ন হওয়ার। এটাও তো টি-টোয়েন্টি। একই ধাঁচের টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হতে পারলে নিজের কাছে ভালো লাগবে।’
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ফাইনাল সবার কাছে উপভোগ্য করে তুলতে হাই স্কোরিং ম্যাচ প্রত্যাশা করছেন সোহান। তার ভাষ্য, ‘
টি-টোয়েন্টি সবার কাছে উপভোগ্য হবে যখন বড় স্কোর আসবে এবং বড় স্কোর চেজ হবে। এটাই সবচেয়ে বড় ব্যাপার। এখানে শেষ তিন-চারটা ম্যাচে হাইস্কোরিং রান চেজ হয়েছে। আশা করব ফাইনালের উইকেটও ভালো হবে।’
ফাইনালের যাত্রা বিবেচনায় মসৃণ ছিল শেখ জামালের পথ। দোলেশ্বরকে বেশ কাঠখড় পুড়িয়েই শেষ ম্যাচ নিশ্চিত করতে হয়েছে। তবে প্রতিপক্ষকে ছোট করে দেখতে নারাজ সোহান। তিনি বলেন,
‘টি-টুয়েন্টিতে বড় দল ছোট দল নেই। যারা যেদিন ভালো খেলে তাদেরই জেতার সুযোগ বেশি থাকে। অবশ্যই ওরা ভালো দল। তবে আমরা যেভাবে খেলছি, অবশ্যই আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ। যদি আমরা পরিস্থিতি অনুযায়ী ভালো করতে পারি তাহলে ভালো ফলাফলই হবে।’
‘আমার মনে হয় অবশ্যই ওরা ভালো দল। তবে আমরা যেভাবে খেলছি, অবশ্যই আমাদের দল অনেক ব্যাল্যান্স। যদি আমরা সিচুয়েশন অনুযায়ী ভালো করতে পারি তাহলে ভালো রেজাল্ট হবে আশা করি।’
- বলেন তিনি।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.