এবার বুমরাহ'র নো-বল নিয়ে প্রচারণা পাকিস্তানে!

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2017-06-26T04:41:00+06:00
আপডেট হয়েছে - 2017-06-26T04:41:17+06:00

রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে দুই দেশ জাত-শত্রু হলেও ক্রিকেটীয় দিক থেকে এবার ভারতকেই অনুসরণ করল
ের ফয়সালাবাদ পুলিশ। তবে তা
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ীয় ক্রিকেটারকে ব্যাঙ্গ করেই!
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ'র নো-বলের একটি ছবি জয়পুরের বিশাল এক বিলবোর্ডে সংযুক্ত করে তাতে কদিন আগে সীমা অতিক্রম সংক্রান্ত জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করেছিল ভারতের জয়পুর পুলিশ। এ নিয়ে বেশ কয়েকদিন চলেছে তর্ক-বিতর্ক। জয়পুর পুলিশ বুমরাহর কাছে ক্ষমাও চেয়েছে।
এবার একই কাজ ক্রএছে পাকিস্তানের ফয়সালাবাদ পুলিশ! বুমরাহর নো-বলের সেই ছবিটিই তারা ব্যবহার করেছে একই কাজে, একই বার্তা প্রদানের মাধ্যমে!
এই ঘটনায় অবশ্য বেজায় চটেছেন বুমরাহ। সম্প্রতি এক টুইট বার্তায় ভারতীয় পুলিশের উদ্দেশ্যে খোঁচা মেরে তিনি লিখেন,
‘
জয়পুর পুলিশের কর্মকাণ্ডে দারুণ লাগছে
। মনে হচ্ছে দেশের হয়ে কাজ করে এরা অনেক সম্মান পেয়েছেন।
’
ভারতের জয়পুর পুলিশের প্রচারণা-

পাকিস্তানের ফয়সালাবাদ পুলিশের প্রচারণা-

- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম