ওয়ালশের বিশেষ ক্লাসে পেসাররা

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2017-08-13T23:50:23+06:00
আপডেট হয়েছে - 2017-08-13T23:52:29+06:00

সিরিজকে ঘিরে বর্তমানে অনুশীলন করছে
দলের ক্রিকেটাররা। একদিকে অজি পেসারদের বাউন্স ঠেকাতে কঠোর অনুশীলন করছেন মুশফিক-তামিমরা অন্যদিকে অজি ব্যাটসম্যানদের বিপক্ষে ভালো করতে নিয়মিত অনুশীলন করছেন বোলাররা।
ঢাকার পর্ব শেষে চিটাগংয়ে এক সপ্তাহের মতো কন্ডিশন ক্যাম্প করেছে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। দুই দলে বিভক্ত হয়ে খেলেছেন তিন দিনের প্রস্তুতি ম্যাচও। যদিও বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা মাঠে না গড়ালেও নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছেন ব্যাটসম্যান, বোলাররা।
চট্টগ্রাম পর্ব শেষে আবারো ঢাকায় ফিরেছে ক্রিকেটাররা। একদিন বিশ্রামে থেকে রবিবার থেকে আবারো অনুশীলন করেছে ক্রিকেটাররা। তবে এইদিনে ব্যাটিং অনুশীলনের পাশাপাশি বোলিং কোচ কোর্টনি ওয়ালশের বিশেষ ক্লাসে ক্লাস করেছেন দলের পেসাররা, সেই ক্লাসে ছিলেন বোলাররাও।
মিরপুরের ক্রিকেট অ্যাকাডেমি মাঠে টানা দুই ঘন্টা বোলারদের নিয়ে কাজ করেছেন কোচ কোর্টনি। প্রত্যেক বোলারই করেছেন ৯ ওভার করে। ওয়ালশের বিশেষ ক্লাসের মূল কারণ ছিল চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে বোলারদের পারফরম্যন্সে সন্তুষ্ট ছিলেন না কোচ, তাই তাঁদেরকে নিয়ে বিশেষ ক্লাস করেছেন তিনি। পাশাপাশি আসন্ন সিরিজে কিভাবে গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর ভূমিকা পালন করবে সেই বিষয়েও কথা বলেন ওয়ালশ।
তবে অন্যান্য পেসারদের চেয়ে প্রস্তুতি ম্যাচে উজ্জ্বল ছিলেন পেসার শফিউল ইসলাম। টিম মুশফিক দলের বিপক্ষে পাঁচ উইকেট তুলে নেন এই পেসার। মূলত আসন্ন টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ সময়ে কিভাবে উইকেট নিবে সেটাই শিখিয়েছে শীর্ষদের। এমনটাই জানান পেসার শফিউল।
"আমাদের এখানে টেস্ট ম্যাচে স্পিনাররাই কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই তুলনায় আমরা পেসাররা সেভাবে ব্রেকথ্রু এনে দিতে পারি না। পেসারদের অবশ্যই এই জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে। এসব বিষয় শেখার সুযোগ করে দেয় বিশেষ ক্লাস।"