কঠিন বিশ্বকাপ হতে যাচ্ছে এটি বললেন দ্রাবিড়

প্রকাশিত হয়েছে - 2019-05-18T22:31:17+06:00
আপডেট হয়েছে - 2019-05-19T10:32:38+06:00
বিশ্বকাপ শুরু হতে বেশিদিন বাকি নেই। নিজেদের মত করে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় জানালেন এবারের বিশ্বকাপ কঠিন হতে যাচ্ছে। সবাই ভালো লক্ষ্য নিয়েই যাবে বিশ্বকাপে।

অন্যান্য বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপটা একটু ভিন্ন। এবারের বিশ্বকাপে অংশ নিবে ১০টি দল। তাই সেরা দলগুলোই খেলবে বিশ্বকাপে। সবদলই চাইবে নিজেদের সেরাটা দিয়ে নিজের লক্ষ্য পূরণ করতে। বিশ্বকাপের আগে সবদলই নিজেদের মত করে প্রস্তুতি নিচ্ছে।
ও উইন্ডিজ তো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে
ে ত্রিদেশীয় সিরিজ খেলেছে।





তো
ের মাটিতেই ইংল্যান্ডের বিপক্ষে খেলছে বর্তমানে। এবারের বিশ্বকাপে দল কম হওয়াতে চ্যালেঞ্জটা একটু বেশিই বলছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
“আমার কাছে মনে হয়, এটি কঠিন একটি বিশ্বকাপ টুর্নামেন্ট হতে যাচ্ছে। সবদলই বেশ ভালো প্রস্তুতি নিয়ে আসবে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে। সবদলই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।”





দ্রাবিড় কথা বললেন ভারতের বিশ্বকাপ সম্ভবনা নিয়েও। তার মতে ভারত সেমিফাইনাল খেলবে এবং সেরা চার দলই উঠবে সেমি ফাইনালে। ভারতের বিশ্বকাপ প্রস্তুতি বলতে আইপিএলই। তবুও নিজেদের দুই-আড়াই বছরের পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী দ্রাবিড়।
“আমার মনে হয় আমরা বিশ্বকাপের জন্য বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি, তারমানে বিগত কয়েক বছরে আমারা ধারাবাহিক ক্রিকেট খেলছি। তাই আমরা আশাবাদী হতেই পারি বিশ্বকাপ নিয়ে। আশাকরি আমরা সেমিফাইনাল খেলব এবং সেরা চার দলই সেমি ফাইনালে উঠবে।”
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।