কনিষ্ঠতম হিসেবে হাসনাইনের হ্যাটট্রিক

প্রকাশিত হয়েছে - 2019-10-05T23:00:47+06:00
আপডেট হয়েছে - 2019-10-05T23:34:49+06:00
লাহোরে সিরিজের প্রথম টি-২০ তে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন। ১৯ বছর বয়সী এ তরুণ পেসার দ্বিতীয় পাকিস্তানি বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন। তবে আন্তর্জাতিক টি-২০ তে হ্যাটট্রিক করা বোলারদের মধে কনিষ্ঠতম তিনি।

টস হেরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা। শুরু থেকেই দারুণ ব্যাটিং করছিল সফরকারীরা। ইনিংসের ১৬ তম ওভারে বল দেওয়া হয় মোহাম্মদ হাসনাইনের হাতে। সেটি ছিল তার তৃতীয় ওভার। ঐ ওভারের শেষ বলে দলীয় ১৩৫ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে ফেলেন ভানুকা রাজাপাকশেকে। পতন ঘটে ইনিংসের তৃতীয় উইকেটের ২২ বলে ৩২ রান করে ফিরে যান তিনি। তার ইনিংসে ছিল ২ চার আর ছক্কা।





ইনিংসের ১৯ তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন হাসনাইন। প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে উমর আকমলের হাতে ক্যাচ দেন মারমুখী ব্যাটিং করতে থাকা দাসুন শানাকা। ২ ছক্কা মারা শানাকা ফিরেন ১০ বলে ১৭ রান করে। পরের বলেই শেহান জয়সুরিয়া ক্যাচ তুলে দেন আহমেদ শেহজাদের হাতে। হ্যাটট্রিক পূর্ণ করেন হাসনাইন।
২০ ওভারের খেলা শেষে ৫উইকেটে ১৬৫ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন হাসনাইন।





আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটি নবম হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০ ইতিহাসের প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।
প্রথম পাকিস্তানি বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন ফাহিম আশরাফ। ২০১৭ সালে দুবাইয়ে এ লঙ্কানদের বিপক্ষেই হ্যাটট্রিক করেন ফাহিম। তার শিকার হয়েছিলেন ইসুরু উদানা, মাহেলা উদাওয়াত্তে ও দাসুন শানাকা।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।