██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কবে ফিরবেন নাসির?

কবে ফিরবেন নাসির?
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2019-01-06T22:08:39+06:00

আপডেট হয়েছে - 2019-01-07T01:33:29+06:00

গত আসরে সিলেট সিক্সার্সের অধিনায়ক ছিলেন নাসির হোসেন। এবারও দল তাকে ধরে রাখলেও আসর মাঠে গড়ানোর আগেই জানানো হয়- ষষ্ঠ বিপিএলে সিলেটকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।

[caption id="attachment_32495" align="aligncenter" width="669"]
কবে ফিরবেন নাসির?
গত আসরে সতীর্থদের সাথে নাসিরের উল্লাস। ফাইল ছবি: বিডিক্রিকটাইম
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
[/caption] তবে নাসিরকে দেখতে তড় সইছে না তার সমর্থকদের। দীর্ঘদিন চোটের কারণে বাইরে থাকা এই ক্রিকেটার বিপিএলের মাধ্যমেই মাঠে ফেরার কথা। অনেকদিন পর মাঠে নেমে জনপ্রিয় এই ক্রিকেটার কেমন পারফর্ম করেন সেটি দেখারই এখন অপেক্ষা। কিন্তু সেই নাসির সুযোগ পেলেন না আসরে দলের অভিষেক ম্যাচে। একাদশে তো বটেই, সিলেট সিক্সার্সের পনেরো সদস্যের স্কোয়াডেও রবিবার (৬ জানুয়ারি) ছিলেন না নাসির। এই অলরাউন্ডারকে পনেরো সদস্যের স্কোয়াডে না রাখার কারণ হতে পারে একটিই- এখনও পুরোপুরি ফিট হয়ে না ওঠা। সারাদিন ক্রিকেট পাড়ায় এমনটিই ধরে নিয়েছিলেন সবাই। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হল সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। তবে অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়কও রেখে গেছেন দ্বিধায় ভরা উত্তর। নাসির কি এখনও আনফিট নাকি ফিট হয়ে উঠেছেন, এটি জানেন না ওয়ার্নার নিজেও! সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন,
‘টিম ম্যানেজমেন্ট ম্যাচে তাকে খেলাবে নাকি খেলাবে না এ নিয়ে দ্বিধায় ছিল
আমি
জানি না এই মুহূর্তে সে ফিট আছে কি না
যদি সে ফিট হয়ে থাকে তাহলে অবশ্যই সামনের ম্যাচগুলোতে খেলবে।’
এ সময় ওয়ার্নার জানান, নাসির দলে না থাকাতেই এদিন একাদশে
ও তৌহিদ হৃদয়ের মত তরুণদের জায়গা দেওয়া হয়েছে। তিনি বলেন,
‘এই কারণেই (নাসিরের অনুপস্থিতি) আপনারা তরুণ দুই ক্রিকেটারকে খেলার মাঠে দেখেছেন।’
এ সময় দলের স্থানীয় খেলোয়াড়দের উপর আস্থা জানিয়ে ওয়ার্নার আরও বলেন,
‘সিলেট সিক্সার্সে যেসব স্থানীয় ক্রিকেটার রয়েছে তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানো জরুরি
যাদের বিপক্ষে খেলছি তাদের সম্পর্কে জানাটাও জরুরি
সাব্বির ভালো করেছে
তাসকিন, আল-আমিন তাদের ফিল্ড সেটিংটা বোঝে
তারা জানে কীভাবে বল করতে হবে
।’
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.