██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কম আলোচিত শাহাদাত জ্বলে উঠলেন বড় মঞ্চে, প্রত্যাশা ধারাবাহিকতার

কম আলোচিত শাহাদাত জ্বলে উঠলেন বড় মঞ্চে, প্রত্যাশা ধারাবাহিকতার

প্রকাশিত হয়েছে - 2020-02-03T22:34:44+06:00

আপডেট হয়েছে - 2020-02-03T22:35:06+06:00

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। বাংলাদেশের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে। তার আগে প্রথম সেমিফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। জয়ে বোলারদের মাঝে রকিবুল হাসান ও ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিমের নৈপুণ্যে জয় তুলে নেয় বাংলাদেশ দল।
কম আলোচিত শাহাদাত জ্বলে উঠলেন বড় মঞ্চে, প্রত্যাশা ধারাবাহিকতার
রকিবুল ও তামিমের পারফরম্যান্সে কিছুটা আড়ালে চলে গেলেও ম্যাচ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিলো শাহাদাত হোসেন দীপুর। ১৮ বছরের এই যুবার ফিনিশিং সেইদিন নজর কাড়া ছিলো। বিশ্বকাপের আগে বাংলাদেশের যেই কয়জন ব্যাটসম্যান আলোচনায় ছিলেন তাদের মাঝে দীপুর নাম তেমন একটা শোনা যেতো না। তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয় ও আকবর আলীদের নামই বার বার ঘুরে ফিরে আসতো বিশ্বকাপের বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের আলোচনায়।
তবে আলোচনায় তেমনটা না থাকলেও মাঠেই নিজের পারফরম্যান্স দিয়ে ক্রিকেট বিশ্বকে নিজের পরিচয় দারুনভাবে দিলেন শাহাদাত হোসেন দীপু। তামিম ইকবালের শহর চট্টগ্রামের ছেলে শাহাদাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নামেন দলীয় ৩য় উইকেট পতনের পর। সেখান থেকে হৃদয়ের সাথে জুটি গড়েন। প্রথমে কিছুটা ধীরে গতিতে খেললেও পরবর্তীতে আক্রমনাত্মক ক্রিকেট শুরু করেন শাহাদাত। ৭৬ বলে ৭৪ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। শাহাদাতের ফিনিশিংয়েই বাংলাদেশ ভালো একটা লক্ষ্য দাঁড় করায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে। ধারাভাষ্যকার এলান উইলকিন্সও প্রশংসা করেন বাংলাদেশের তাদের ইনিংস ভালোভাবে প্ল্যানিং করে শেষ করতে পারায়। শাহাদাতের প্রিয় খেলোয়াড় বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ফিনিশারের মতোই একটি স্মরনীয় ফিনিশিং ছিলো তার ইনিংসটি।
ক্যান্সারের কাছে অনেক আগেই বাবাকে হারান শাহাদাত। সেখান থেকে এই পর্যন্ত আসতে পেরিয়ে আসতে হয়েছে নানান বাধা বিপত্তি। কোয়ার্টার ফাইনালে তার এই ইনিংস শুধু তার মা, ভাই ও কোচকেই নয় পুরো বাংলাদেশকেই গর্বিত করেছে। সেমিফাইনালেও সুযোগ পেলে শাহাদাতের ব্যাটে এই রকম দায়িত্বশীল ইনিংস দেখা যাবে সেটাই এখন প্রত্যাশা বাংলাদেশ দলের ভক্তদের।  
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.