বয়োজ্যেষ্ঠ ক্রিকেটারের রেকর্ড গড়লেন বিপিএল মাতানো স্টিভেন্স

প্রকাশিত হয়েছে - 2020-08-30T14:39:49+06:00
আপডেট হয়েছে - 2020-08-30T16:27:08+06:00
২৩ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্স কাউন্টি ক্রিকেটে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন। একই বয়সে এই রেকর্ড এতদিন ছিল এডি হেমিংসের দখলে। স্টিভেন্সের অভিষেকের দুই বছর আগেই তিনি অবসর নিয়েছিলেন।

৪৪ বছর ১২২ দিন বয়সী স্টিভেন্স কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের আরও এক বছরের চুক্তি বৃদ্ধি করেছেন। আগামী বছরের এপ্রিলে স্টিভেন্সও ৪৫ বছর পূর্ণ করে ৪৬ বছরে পা রাখবেন। এডির সাথে যৌথভাবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হওয়ার রেকর্ডটিও আগামী বছর ভাগাভাগি করবেন স্টিভেন্স।




চলতি বব উইলিস ট্রফিতে দারুণ বোলিং পারফর্ম উপহার দেওয়ার পরেই স্টিভেন্সের সাথে আরও এক বছরের চুক্তি বৃদ্ধি করেছে কেন্ট। এই টুর্নামেন্টেই সব সংস্করণ মিলিয়ে ৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন স্টিভেন্স। বব উইলিস ট্রফির প্রথম চার ম্যাচে এই অলরাউন্ডার শিকার করেছেন ২০টি উইকেট।
কাউন্টি ক্রিকেটের অন্যতম নিয়মিত এই পারফর্মার
প্রিমিয়ার লিগও (বিপিএল) মাতিয়ে গিয়েছেন। বিপিএলে মাশরাফি-আশরাফুলদের সাথে ঢাকা গ্ল্যাডিয়েটরসের পক্ষে খেলার অভিজ্ঞতা আছে স্টিভেন্সের।





বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হতে যাওয়া স্টিভেন্স বলেন,
'আরও একটি বছর খেলার জন্য চুক্তিবদ্ধ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি কাউন্টিতে খেলতে ভালোবাসি কিন্তু এইবারের মতো এভাবে ছোটখাটো পরিসরে খেলতে কখনোই চাইনি। তবে আমি এখন খুশি। আমাদের দলটাও এখন দুর্দান্ত। আশা করছি, আরও দারুণ কিছু হবে এই দল নিয়ে।'
১৯৯৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় স্টিভেন্সের। ৩০৭ ম্যাচের ৪৮১ ইনিংসে ব্যাট হাতে তিনি সংগ্রহ করেছেন ১৫ হাজার ৭১০ রান। ৩৪টি শতক ও ৭৯টি অর্ধশতক হাঁকিয়েছেন। বল হাতে শিকার করেছেন ৫৩৭টি উইকেট। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে রাখতে বয়সকে কোনো বাঁধা বলে মনে করছে না কেন্ট।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।