██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কুমিল্লার রান-পাহাড়ের চাপে পিষ্ট খুলনা

কুমিল্লার রান-পাহাড়ের চাপে পিষ্ট খুলনা
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2019-01-28T17:22:40+06:00

আপডেট হয়েছে - 2019-01-28T18:09:52+06:00

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৩তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে পাত্তাই পায়নি খুলনা টাইটান্স। এভিন লুইসের শতক হাঁকানোর ম্যাচে খুলনাকে ৮০ রানে হারায় কুমিল্লা। বিপিএলের ইতিহাসে রানের দিক থেকে এটিই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সবচেয়ে বড় জয়।

কুমিল্লার রান-পাহাড়ের চাপে পিষ্ট খুলনা
টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ভালো শুরু এনে দেন ওপেনার
ও চোট কাটিয়ে ফেরা এভিন লুইস। ২৯ বলে ২৫ রান করে দলীয় ৫৮ রানে তামিম বিদায় নিলেও এক প্রান্ত আগলে রাখেন লুইস। যদিও তামিমের বিদায়ের পরপর এনামুল হক বিজয়কে হারানো সুখকর ছিল না তার জন্য। ২ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে তৃতীয় আসরের শিরোপাজয়ীরা একটু চাপে পড়ে গেলে লুইসকে নিয়ে সেই চাপ সামাল দেন অধিনায়ক ইমরুল কায়েস। ইমরুলের সমর্থন পেয়ে ব্যাট হাতে তাণ্ডব শুরু করেন লুইস। ২১ বলে ৩৯ রান করে ইমরুল বিদায় নিলে লুইসের সাথে ব্যাট হাতে সঙ্গ দিয়েছেন শামসুর রহমান শুভরা। লুইস তুলে নেন দুর্দান্ত এক শতক। ৪৯ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ১০টি ছক্কা।   নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারানো কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ২৩৭ রান। খুলনার পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ও কার্লোস ব্র্যাথওয়েট দুটি করে উইকেট শিকার করেন। ৪ ওভার বল করে ৫৯ রান বিলি করে এদিন সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েন খুলনার পেসার সাদ্দাম হোসেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুলনা পেয়েছিল ভালো শুরু। ওপেনার ব্রেন্ডন টেলরের অর্ধ-শতকে জয়ের আশা ত্যাগ করছিলেন না খুলনা সমর্থকরা। তবে জুনায়েদ সিদ্দিকী, ডাউইড মালান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের পর খেই হারিয়ে ফেলেন টেলরও, ফেরেন ঠিক হাফসেঞ্চুরি করেই। শেষদিকে কার্লোস ব্র্যাথওয়েট ও
চেষ্টা করলেও তাতে দলের পরাজয়ের ব্যবধানই কমেছে শুধু। ১৮.৫ ওভার ব্যাট করে খুলনার ইনিংসে থামে ১৫৭ রানে। কুমিল্লার পক্ষে শহীদ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ শিকার করেন তিনটি করে উইকেট। ইনিংসের ১৯তম ওভারে এসে ওয়াহাব হ্যাটট্রিক করেন, এতে খুলনা হারায় সবকটি উইকেট।
দেখুন খুলনার বিপক্ষে ওয়াহাব রিয়াদের হ্যাটট্রিকের ভিডিওটি-
সংক্ষিপ্ত স্কোর 
কুমিল্লা ২৩৭/৫ (২০ ওভার) লুইস ১০৯*, ইমরুল ৩৯ রিয়াদ ৩২/২, ব্র্যাথওয়েট ৪২/২ খুলনা ১৫৭ (১৮.৫ ওভার) টেলর ৫০, জুনায়েদ ২৭ ওয়াহাব ১৪/৩, আফ্রিদি ২৭/৩ ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮০ রানে জয়ী।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.