ক্যারিবীয়দের বিপক্ষে শ্রীলঙ্কার বিশাল সংগ্রহ

প্রকাশিত হয়েছে - 2019-07-01T19:30:06+06:00
আপডেট হয়েছে - 2019-07-01T19:39:45+06:00
চেস্টার লি স্ট্রিটে দ্বাদশ বিশ্বকাপের ৩৯তম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে অভিষকা ফার্নান্দোর শতকে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারান লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৩৩৮ রান। যদিও দুই দলই ইতোমধ্যে সেমিফাইনালের দৌড় থেকে বাদ পড়ায় এটি হয়ে পড়েছে নিয়ম রক্ষার ম্যাচ।

শ্রীলঙ্কাকে এদিন দারুণ শুরু এনে দেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশাল পেরেরা। অধিনায়ক করুনারত্নে ৩২ রান করে সাজঘরে ফিরলেও কুশাল পেরেরা তুলে নেন অর্ধ-শতক। রানআউট হয়ে সাজঘরে ফেরার আগে ৫১ বলের মোকাবেলায় করেন ৬৪ রান।




তার বিদায়ের পর দলের হাল ধরেন অভিষকা। কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু থিরিমান্নের সাথে ছোট ছোট জুটি গড়ে একপ্রান্ত আগলে রাখছিলেন দৃঢ়তার সাথে। ইনিংসের শেষদিকে সাজঘরে ফেরার আগে পূর্ণ করেন শতক। ১০৩ বলের মোকাবেলায় ৯টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে তার ব্যাট থেকে আসে ১০৪ রান।

অন্যান্যদের মধ্যে থিরিমান্নে অপরাজিত ৪৫, কুশাল মেন্ডিস ৩৯ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৬ রান করেন।
নির্ধারিত ৫০ ওভার শেষে লঙ্কানদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৩৮ রান।





ক্যারিবীয়দের পক্ষে অধিনায়ক জেসন হোল্ডার শিকার করেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান শেল্ডন কটরেল, ওশানে থমাস ও ফাবিয়ান অ্যালেন।
সংক্ষিপ্ত স্কোর
টস: উইন্ডিজ
শ্রীলঙ্কা ৩৩৮/৬ (৫০ ওভার)
অভিষকা ১০৪, কুশাল পেরেরা ৬৪, থিরিমান্নে ৪৫*, কুশাল মেন্ডিস ৩৯
হোল্ডার ৫৯/২, অ্যালেন ৪৪/১
জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন ৩৩৯ রান।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।