██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে শেখ জামালকে জেতালেন সোহান

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে শেখ জামালকে জেতালেন সোহান

প্রকাশিত হয়েছে - 2022-04-21T17:46:59+06:00

আপডেট হয়েছে - 2022-04-21T17:46:59+06:00

লিস্ট 'এ' ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে জয় এনে দিয়েছেন নুরুল হাসান সোহান। দলকে জিতিয়ে সোহান অপরাজিত থাকেন ১৩২ রানে।
[caption id="attachment_198555" align="aligncenter" width="694"]
দুর্দান্ত শতক হাঁকিয়ে শেখ জামালকে জেতালেন সোহান
দুর্দান্ত শতক হাঁকিয়ে শেখ জামালকে জেতালেন সোহান[/caption] শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। উদ্বোধনী জুটিতে তারা পায় ৪৪ রান। সতীর্থরা আসা-যাওয়ার মাঝে থাকলেও জাকির হাসান একপ্রান্ত আগলে রাখেন। তার আগে সাজঘরে ফেরেন আজমির আহমেদ (১৪), আসিফ আহমেদ রাতুল (০) ও মার্শাল আইয়ুব (২৩) ও
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
রাব্বি (২৫)। পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন জাকির। পারভেজ রসুলের বলে বোল্ড হওয়ার আগে জাকির করেন ৭৫ রান। তার ৯৮ বলের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। জাকিরের পর দ্রুতই বিদায় নেন শরিফউল্লাহ। তবে সপ্তম উইকেটে দ্রুত রান সংগ্রহ করেন সাদ নাসিম ও নাসুম আহমেদ। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি গড়েন নাসিম ও নাসুম। আগের ম্যাচে শতক হাঁকানো নাসিম আজ হাঁকিয়েছেন অর্ধশতক। ৪৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন নাসিম। হাঁকান দুইটি করে চার ও ছক্কা। নাসুম ১৭ বলে ২৭ রান রানের ইনিংস খেলেন। রূপগঞ্জ টাইগার্স সংগ্রহ করে ৬ উইকেটে ২৪৭ রান। শেখ জামালের পক্ষে মেহেদী হাসান মিরাজ তিনটি, সানজামুল ইসলাম দুইটি এবং পারভেজ রসুল একটি উইকেট নেন। জবাব দিতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ধানমন্ডির ক্লাবটি।
রবি (০),
(১১) ও ইমরুল কায়েস (১২) বিদায় নেন দলীয় ৩৩ রানের মধ্যেই। চতুর্থ উইকেটে সোহানের সাথে ৪৫ রানের জুটি গড়ে বিদায় নেন মুশফিকুর রহিমও। মুশফিক করেন ৪২ বলে ৩২ রান। তাকে শিকার করেন শরিফ। পরের ওভারেই বিদায় নেন পারভেজ। ৮১ রানে পাঁচ উইকেট হারায় শেখ জামাল। হারের শঙ্কায় পড়া শেখ জামালকে উদ্ধার করেন মিরাজ ও সোহান। ষষ্ঠ উইকেটে তারা দুইজন ব্যাটিং করেন ২৫.৪ ওভার, গড়েন ১৩৪ রানের বড় জুটি। মিরাজ কিছুটা ধীরগতিতে ব্যাটিং করলেও সোহান রান তুলছিলেন দ্রুতই। ৭৪ বলে ৪৩ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলে মিরাজ বিদায় রান-আউট হয়ে। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন সোহান। জয়ের জন্য শেষ দুই ওভারে শেখ জামালের প্রয়োজন ছিল ২৩ রান। ৪৯তম ওভারেই বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে জয় নিশ্চিত করেন সোহান। মুকিদুল ইসলাম মুগ্ধর এক ওভারে দুইটি চার ও তিনটি ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার। ফলে ছয় বল ও চার উইকেট হাতে রেখেই জয় পায় শেখ জামাল।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
২৪৭/৬ (৫০ ওভার) জাকির ৭৫, নাসিম ৫০*, নাসুম ২৭*, ফজলে রাব্বি ২৫; মিরাজ ৩/৪০, সানজামুল ২/৪৬, পারভেজ ১/৩৮।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব 
২৫১/৬ (৪৯ ওভার) সোহান ১৩২*, মিরাজ ৪৩, মুশফিক ৩২, ইমরুল ১২, সাইফ হাসান ১১; মুগ্ধ ২/৭৬, নাহিদ ১/২৬, শরিফ ১/৩৪।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪ উইকেটে জয়ী। 
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.