██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ক্রিকইনফোর বিশ্বকাপ-সেরা মুহূর্তে 'সুপারম্যান সাকিব'

ক্রিকইনফোর বিশ্বকাপ-সেরা মুহূর্তে 'সুপারম্যান সাকিব'

প্রকাশিত হয়েছে - 2019-07-18T14:08:15+06:00

আপডেট হয়েছে - 2019-07-18T19:19:58+06:00

বিশ্বকাপ শেষে চলছে পুরো আসরের ‘ময়নাতদন্ত’। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো (ক্রিকইনফো) দ্বাদশ বিশ্বকাপের সেরা দশ মুহূর্ত বা ঘটনার তালিকা তৈরি করেছে।
ক্রিকইনফোর বিশ্বকাপ-সেরা মুহূর্তে 'সুপারম্যান সাকিব'
সেই তালিকার চতুর্থ স্থানে রয়েছে
ি ক্রিকেটার
ের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের বিষয়টি।
স্বভাবতই তালিকার শীর্ষে রয়েছে ফাইনাল ম্যাচের নাটকীয়তা। এছাড়াও রয়েছে ১৯৯২ সালের বিশ্বকাপের সাথে
ের অদ্ভুত মিল। এমন সব নাটকীয় ও প্রশংসনীয় ঘটনাপ্রবাহ যেন এক হয়ে মিলেছে ক্রিকইনফোর বিশ্লেষণে।
একনজরে দেখে নেওয়া যাক ক্রিকইনফোর বাছাইকৃত দ্বাদশ বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত
১. ফাইনালের নাটকীয়তা
-
ফাইনাল ম্যাচ নির্ধারিত ওভারে টাই হয়। টাই হও সুপার ওভারও। শেষমেশ বাউন্ডারির হিসেব কষে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় নিউজিল্যান্ডকে। আসরের তো বটেই, ইতোমধ্যে ম্যাচটি আখ্যা পাচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে।
২. গাপটিলের থ্রোতে ধোনির রান আউট
প্রথম সেমিফাইনালে ব্যাটিং বিপর্যয় সামলে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। তবে ম্যাচের শেষদিকে ধোনি ভয়ঙ্কর হয়ে ওঠার মুহূর্তে দুর্দান্ত এক লম্বা থ্রোতে ধোনিকে রানআউট করেন কিউই ক্রিকেটার মার্টিন গাপটিল। তার ব্যাটিংয়ের দৈন্যদশার সমালোচনা অনেকটাই ঢাকা পড়ে যায় অতিমানবীয় এই ফিল্ডিংয়ে।
৩. বোল্টের লুফে নেওয়া ব্র্যাথওয়েটের অবিশ্বাস্য ক্যাচ
লিগ পর্বে তাসের ঘরের মত ভেঙে পড়া ব্যাটিং লাইনআপের বোঝা একাই সামলে দলকে অবিশ্বাস্য জয় এনে দিচ্ছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। তবে শেষদিকে ক্যারিবীয় ক্রিকেটারের বিলাসী শট দারুণ প্রচেষ্টায় তালুবন্দি করেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তার অবিশ্বাস্য ক্যাচে নিউজিল্যান্ড শ্বাসরুদ্ধকর জয় পায়, যা দেখা না গেলে বদলে যেতে পারত টুর্নামেন্টের চিত্রই!
৪. ‘সুপারম্যান’ সাকিব
দল ব্যর্থ হলেও সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত। পাঁচটি অর্ধ-শতক ও দুটি শতকে ৬০৬ রান ও
ের বিপক্ষে ইনিংসে ৫ উইকেটসহ মোট ১১ উইকেটের মালিককে ক্রিকইনফোর বিশ্লেষকরা আখ্যায়িত করেছেন ‘সুপারম্যান’ হিসেবে। টুর্নামেন্ট সেরার দৌড়ে এগিয়ে থাকলেও সতীর্থদের ব্যর্থতায় আট নম্বর দল হিসেবে বাংলাদেশ বিশ্বকাপ শেষ করে, তাই সাকিব ইতিহাসের অংশ হওয়া থেকে বঞ্চিত হয়েছেন। তবে একগাদা রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তীদের কাতারে।
৫. রোহিতের পাঁচ শতক
কুমার সাঙ্গাকারার চার শতকের রেকর্ড ভেঙে হাঁকিয়েছেন পাঁচটি শতক।
ের ব্যাটিং লাইনআপের বড় ভরসায় পরিণত হয়েছিলেন, ছায়া বানিয়ে রেখেছিলেন অধিনায়ক বিরাট কোহলিকেও। দল সেমিফাইনাল থেকে বাদ পড়ায় তিনিও হাতছাড়া করেছেন টুর্নামেন্ট সেরা হওয়ার সুযোগ। তবে ছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।
৬. স্টোকসকে স্টার্কের দুর্দান্ত ইয়র্কার
ইংল্যান্ড-
ম্যাচে মিচেল স্টার্কের সেই দুর্দান্ত ইয়র্কার ক্রিকেটপ্রেমিদের চোখে লেগে থাকবে অনেকদিন। উইকেটে সেট হয়ে যাওয়া বেন স্টোকসকে যেন ইয়র্কার দেননি স্টার্ক, মনে হচ্ছিল বুড়ো আঙুল দেখিয়ে বাতলে দিচ্ছেন সাজঘরের পথ!
৭. ইংলিশ ব্যাটসম্যানরা রশিদকে ‘ছাতু’ বানান
যে রশিদ খানকে নিয়ে ক্রিকেট বিশ্বের এত আলোচনা, তাকে যেন পাত্তাই দেননি ইংলিশ ব্যাটসম্যানরা। ৯ ওভার বল করে রশিদ বিলি করেন ১১০ রান। যেকোনো স্পিনারের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটি।
৮. মাস পর বোলার ম্যাথিউজের চমক
৮ মাস পর বল হাতে নিয়েই অ্যাঞ্জেলো ম্যাথিউস শিকার করেন নিকোলাস পুরানের গুরুত্বপূর্ণ উইকেট। সেঞ্চুরি হাঁকান পুরানকে সাজঘরে ফিরিয়ে দলের জয়ের পথ এঁকে দেন ম্যাথিউস।
৯. ’৯২ বিশ্বকাপের সাথে পাকিস্তানের অদ্ভুত মিল
হাস্যকর হলেও ১৯৯২ সালের সাথে পাকিস্তানের অদ্ভুত মিল একটা পর্যায়ে অবাক করছিল সবাইকে। ১৯৯২ সালে নিজেদের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ জয় করে পাকিস্তান। সেবার ৯ দলের বিশ্বকাপে দলটির গতিপথ যেমন ছিল, এবার বাদ পড়ার এক ম্যাচ আগপর্যন্ত ঠিক সেভাবেই ছিল ম্যাচ অনুযায়ী দলটির উন্নতি-অবনতির গ্রাফ!
১০. স্মিথ-কোহলির মিতালি
বল টেম্পারিং করে কুড়িয়েছিলেন বিতর্ক। সেই বিতর্ক পেছনে ঠেলে স্টিভ স্মিথ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিশ্বকাপ দিয়েই। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতীয় সমর্থকরা কচুকাটা করছিলেন স্মিথকে। বিরাট কোহলি তা সহ্য করতে পারেননি। মাঠ থেকেই শাসিয়েছিলেন স্বদেশী দর্শকদের। এরপর সংবাদ সম্মেলনে দর্শকদের হয়ে ক্ষমা চেয়েছিলেন স্মিথের কাছে।
more

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.