██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

এক নজরে ২০১৯ বিশ্বকাপ

এক নজরে ২০১৯ বিশ্বকাপ
Azmal Tanjim Shakir

Azmal Tanjim Shakirপ্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2019-05-01T00:21:49+06:00

আপডেট হয়েছে - 2019-05-20T20:15:32+06:00

বিশ্বকাপের বাকি আর মাত্র ১০ দিন। ইতোমধ্যেই অংশ নিতে যাওয়া দশ দল ঘোষণা করে দিয়েছে স্কোয়াড। অনেক দল শুরু করে দিয়েছে অনুশীলন। ইংল্যান্ডে  বসতে যাওয়া এবারের বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপের ১২ তম আসর।
এক নজরে ২০১৯ বিশ্বকাপ
৩০ মে থেকে শুরু হতে যাওয়া ১২ তম বিশ্বকাপের ফাইনাল হবে ১৪ জুলাই। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের পর পঞ্চমবারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে ইংল্যান্ড।  দ্যা ওভালে পর্দা উঠবে বিশ্বকাপের। ফাইনাল হবে ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডসে। ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া গত চার বিশ্বকাপের ফাইনালও হয়েছিল লর্ডসে।
দশ দলের এ বিশ্বকাপে প্রথম রাউন্ডে প্রত্যেক দল প্রত্যেকের মুখোমুখি হবে। ১৯৯২ সালে এমন রাউন্ড রবিন ফরম্যাটে বিশ্বকাপ হলেও তখন দল ছিল নয়টি। সব মিলিয়ে বিশ্বকাপে ম্যাচ হবে ৪৮ টি।  ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ম্যাচ হয়েছিল ৪৯ টি করে। ৪৮ টি ম্যাচের জন্য রয়েছে ১২ টি ভেন্যু। এগুলো হলো নটিংহ্যামের ট্রেন্টব্রিজ, ডারহামের দ্যা রিভারসাইড ডারহাম, লন্ডনের দ্যা ওভাল ও লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড, লিডসের হেডিংলি, সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল, বার্মিংহামের এজবাস্টন, টৌন্টনের কাউন্টি গ্রাউন্ড, কার্ডিফের কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম আর ব্রিস্টলের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।  ৪৮ ম্যাচ পরিচালনার জন্য ঘোষণা করা হয়েছে ১৬ আম্পায়ারের নাম।
উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৯ মে। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে হবে এ অনুষ্ঠান। চার হাজার ক্রিকেট ভক্তকে এ অনুষ্ঠান দেখার সুযোগ করে দিবে আইসিসি। স্থানীয় সময় ৩ টা ৩০ (
সময় রাত ৯ টা ৩০) এ শুরু হবে অনুষ্ঠান। বাংলাদেশের অফিশিয়াল ব্রডকাস্টার গাজী টেলিভিশন। এবারের দশ দলের  বিশ্বকাপে নেই জিম্বাবুয়ে। ১৯৮৩ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে নেই তারা। এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ যেখানে আইসিসির কোনো সহযোগী দেশ নেই। বিশ্বকাপে শিরোপা জয়ী দল পাবে  ৪৮ লক্ষ মার্কিন ডলার এবং রানার-আপ পাবে ২২ লক্ষ মার্কিন ডলার। সেমি-ফাইনালে পরাজিত দুই দল পাবে ১১ লক্ষ ১শত ডলার।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.