খুলনাকে ৫৮ রানে হারালো অলকের সিলেট

প্রকাশিত হয়েছে - 2019-01-26T17:06:38+06:00
আপডেট হয়েছে - 2019-01-26T17:06:38+06:00
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ৩১তম ম্যাচে খুলনা টাইটান্সকে ৫৮ রানে হারিয়েছে সিলেট সিক্সার্স।

লিগ পর্বে দল দুটির দ্বিতীয় লেগের খেলায় টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক অলক কাপালি। ব্যাটসম্যানদের সম্মিলিত প্রয়াসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে এদিন ১৯৫ রানের পাহাড় জড়ো করে সিলেট সিক্সার্স।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান আসে ওপেনার
ধ্রুবর ব্যাট থেকে। ৩৭ বলের মোকাবেলায় ৫টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি। এছাড়া সাব্বির রহমান ৪টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে অপরাজিত ৪৪, মোহাম্মদ নাওয়াজ ৩টি চার ও ২টি ছক্কায় ২১ বলে অপরাজিত ৩৯ এবং আরেক ওপেনার
৩টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৩৪ রান করেন।
সিলেটের ব্যাটসম্যানদের মারকুটে ব্যাটিংয়ের দিনে এদিন অনেকটাই অসহায় ছিলেন খুলনার বোলাররা। তবে ছড়ি ঘুরিয়েছেন তাইজুল। ৪ ওভার বল করে ৩০ রানের খরচায় তিনি একাই শিকার করেন সিক্সার্সের ৪টি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ঝড়ো ব্যাটিং দিয়ে ইনিংস শুরু করে খুলনা টাইটান্সও। যদিও দলটি রানের ধারা ধরে রাখতে পারেনি শুরুর গতিতে। দলীয় ২৭ রানে ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও ৬৪ রানে ওয়ান ডাউনে নামা আল-আমিন বিদায় নিলে রানের গতিও একটু শ্লথ হয়ে যায়। আরেক ওপেনার ব্রেন্ডর টেলর খেলছিলেন দেখেশুনেই। তবে ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩৪ রান করে তিনিও ফেরেন সাজঘরে।
টেলরের বিদায়ের পর খুলনার ব্যাটসম্যানদের আরও চেপে ধরে সিলেট। নাবিল সামাদের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মাঝখানে আরিফুল হক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও সফল হননি। তার ব্যাট থেকে আসে ২৪ রান, ২১ বলের মোকাবেলায়।
শেষপর্যন্ত ১৮.১ ওভার ব্যাট করেই ১৩৭ রানে গুটিয়ে যায় খুলনা। এতে সিলেট পায় ৫৮ রানের বড় জয়।
সিলেটের পক্ষে নাবিল সামাদ তিনটি ও
দুটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট সিক্সার্স ১৯৫/৪ (২০ ওভার)
আফিফ ৪৯, সাব্বির ৪৪*, নাওয়াজ ৩৯*
তাইজুল ৩০/৩, জুনাইদ ৪৮/১
খুলনা টাইটান্স ১৩৭ (১৮.১ ওভার)
টেলর ৩৪, আরিফুল ২৪
নাবিল ২০/৩, তাসকিন ৬/২
ফল: সিলেট সিক্সার্স ৫৮ রানে জয়ী।