খেলাঘরকে হারিয়ে মোহামেডানকে টপকে গেল শাইনপুকুর

প্রকাশিত হয়েছে - 2022-04-12T23:14:11+06:00
আপডেট হয়েছে - 2022-04-12T23:26:30+06:00
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৪ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। খেলাঘরের ছুঁড়ে দেওয়া ২১৭ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই টপকে যায় শাইনপুকুর।
[caption id="attachment_197745" align="aligncenter" width="875"]

পয়েন্ট টেবিলের সাতে উঠেছে মোহামেডান[/caption]
টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যর্থ হন খেলাঘরের ওপেনাররা। তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েন অমিত মজুমদার ও অমিত হাসান। হাসান আউট হলে ভেঙে যায় দুই অমিতের জুটি। তার পরের ওভারেই রান-আউট হন মজুমদার। হাসান করেন ২৮ বলে ২৬ রান ও মজুমদারের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৫৭ রান।
এছাড়া সালমান হোসেন ইমনের ৩৫ বলে ৩৪ রান, মোহাম্মদ ইলিয়াসের ৩১ বলে ৩৩ রান ও নাদিফ চৌধুরীর ১০ বলে ১০ রানের সুবাদে নির্ধারিত ৩৩ ওভারে ২১৬ রান সংগ্রহ করে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
শাইনপুকুরের পক্ষে চারটি উইকেট পান আলাউদ্দিন বাবু। রিপন মন্ডল নেন তিনটি উইকেট।
[caption id="attachment_197746" align="aligncenter" width="669"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
শাইনপুকুরের পক্ষে চারটি উইকেট পান আলাউদ্দিন বাবু[/caption]
জবাবে উদ্বোধনী জুটিতে ৩৬ রান পায় শাইনপুকুর। তবে আনিসুল ইসলাম ইমন ১৪ বলে ২০ রান করেই বিদায় নেন। শাইনপুকুরের বিদেশি ক্রিকেটার সিকান্দার রাজা ১৩ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন। দলকে জয়ের পথে রাখেন ওপেনার অভিষেক মিত্র। ৫৬ বলে ৬২ রান করে তিনি মাঠ ছাড়েন দলীয় ১৩২ রানে।
সাজ্জাদুল হক রিপনের ৩৪ বলে ৩৫ রান ও গাজী তাহজিবুল ইসলামের ২৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসকে জয়কে সহজ করে শাইনপুকুর। ৯ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠেছে শাইনপুকুর। নিহাদ উজ জামান ও নূর আলম সাদ্দাম দুইটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন আলাউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
২১৬/৮ (৩৩ ওভার)
মজুমদার ৫৭, সালমান ৩৪, ইলিয়াস ৩৩, হাসান ২৬;
আলাউদ্দিন ৪/৪৫, রিপন ২/৩৯
শাইনপুকুর ক্রিকেট ক্লাব
২২০/৬ (৩১.৩ ওভার)
অভিষেক ৬২, তাহজিবুল ৪০, সাজ্জাদুল ৩৫*;
নিহাদ ২/৪৫, সাদ্দাম ২/৪৬।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৪ উইকেটে জয়ী।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।