গতানুগতিক বোলিংয়েই সাফল্য দেখছেন রাব্বি

প্রকাশিত হয়েছে - 2018-08-11T16:15:58+06:00
আপডেট হয়েছে - 2018-08-11T16:15:58+06:00
পেস বোলিংয়ে
ের দৈন্যদশা যেন কাটছেই না। এক মাশরাফি বিন মুর্তজা ছাড়া দেশের ক্রিকেটে বলার মত পেসার আসেননি আর কেউ। আবির্ভাবে বিশ্ব কাঁপিয়ে মুস্তাফিজুর রহমান আশা জাগালেও তিনিও নেই আগের ফর্মে। তবুও কালেভদ্রে চমক দেখিয়ে মাশরাফির পর তার নামটিই একটু দম্ভ নিয়ে উচ্চারণ করতে পারেন ক্রিকেট সমর্থকরা।
[caption id="attachment_51313" align="aligncenter" width="640"]
সতীর্থদের সাথে উইকেট উদযাপনে রাব্বি। ফাইল ছবি
[/caption]
পেস আক্রমণের এই দৈন্যদশা নিয়ে উইন্ডিজ সফর থেকে দেশে ফেরা কোচ স্টিভ রোডস প্রকাশ করেছিলেন হতাশা। ক্যারিবীয় পিচে টেস্ট সিরিজে স্বাগতিক বোলাররা যেখানে গতি আর বাউন্সের ঝড় তুলেছিলেন, সেখানে বাংলাদেশের পেসাররা ছিলেন নিষ্প্রভ। তবে এজন্য বাংলাদেশের বোলারদের যে দায় দিয়েছিলেন কোচ, পেসার কামরুল ইসলাম রাব্বি তার সাথে পুরোপুরি দ্বিমত প্রকাশ করলেন।
শনিবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে রাব্বি বলেন,
‘
সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্কিল ডেভলপ করা
।
আমাদের আরও স্কিল ডেভলপ করতে হবে
।
অবস্থা বুঝে আরও ভালো খেলতে হবে
।
আমার মনে হয় আমরা যে উচ্চতার বোলার
,
সেই উচ্চতায়ও সম্ভব
।’
অর্থাৎ, বাংলাদেশি বোলারদের অপেক্ষাকৃত কম উচ্চতা এবং কম গতিকে কোনো বাধা বা প্রতিবন্ধকতা কিংবা ভালো না করার কারণ হিসেবে দেখছেন না রাব্বি। তিনি বলেন,
‘
বাংলাদেশের মানুষদের যে জেনিটিক্যাল অবস্থা
,
আমরা ওয়েস্ট ইন্ডিজের (উইন্ডিজ) বোলারদের মত উচ্চতা পাব না
।
যদি এমন বোলার খুঁজতে বলা হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ (উইন্ডিজ) থেকে বোলার আনতে হবে
।
আমরা আশা করি এই উচ্চতা দিয়েই ভালো বোলিং করতে পারব এবং ম্যাচ জেতাতে পারব
।’
কম গতি নিয়ে ভালো বল করার ক্ষেত্রে রাব্বি তাকাতে চান
ীয় পেসার ভুবনেশ্বর কুমারের দিকে। তার ভাষ্য,
‘আমরা যে গতিতে বল করি
,
এই গতিতে যদি আমরা ভালো সুইং করাতে পারি তাহলে আমরা ভালো করতে পারব
।
আপনি দেখবেন ভুবনেশ্বর কুমার ও ভারতের বোলাররা ভালো সুইং করাতে পারে
।
আমরা গতির দিকে নজর না দিয়ে যদি যদি সুইংয়ে নজর দেই তাহলে উন্নতি করতে পারব।’