গেইলকে যেভাবে আটকানোর ছক কষেছিলেন রাসেল

প্রকাশিত হয়েছে - 2020-01-16T13:12:26+06:00
আপডেট হয়েছে - 2020-01-16T13:12:26+06:00
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী রয়্যালস। তবে ফাইনালের টিকিট সহসা উঠেনি রাজশাহীর হাতে। শেষদিকে আন্দ্রে রাসেলের দানবীয় ব্যাটিংয়ের আগে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ক্রিস গেইল। সেই গেইলকে থামানোর ছকও এঁকেছিলেন রাসেল।

বুধবার কোয়ালিফায়ার দুইয়ে মুখোমুখি হয় রাজশাহী-চট্টগ্রাম। যেখানে ২ উইকেটে জয় তুলে নেয় রাজশাহী। বাঁচা-মরার সে ম্যাচে আগে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের উপর রীতিমত তাণ্ডব চালান গেইল। যার শুরু হয়
ের করা ইনিংসের দ্বিতীয় ওভারে ১৬ রান তুলে নিয়ে।





এরপর যেন থামানোই যাচ্ছিল না গেইলকে। একে একে রাসেল, শোয়েব মালিক, কামরুল ইসলাম রাব্বিরা বল করতে এসে ব্যর্থ হওয়ার পাশাপাশি উপহার দিয়েছেন রান। ফলে চার-ছক্কার বন্যা বইয়ে মাত্র ২১ বলে অর্ধশতক তুলে নেন ক্যারিবিয়ান ব্যাটিং দাবন। যেখানে বাউন্ডারি থেকেই আসে ৪৮ রান।
গেইলের তাণ্ডবে ৯ ওভার শেষে স্কোর বোর্ডে ৯১ রান তুলে ফেলে চট্টগ্রাম। দলীয় ২০০ রানকেও তখন মামুলি মনে হচ্ছিল! এরপর স্ট্রেটিজিক টাইম আউটের সময় গেইলকে আটকানোর ছক কষে অফ স্পিনার
ের হাত বল তুলে দেন রাসেল। তাতেই আসে সফলতা। ম্যাচ শেষে রাসেলের কাছে জানতে চাওয়া হয়, কী ছিল সেই পরিকল্পনা?





জবাবে রাসেল জানান,
‘আফিফ গেইলকে বল করতে উপভোগ করে। একটা ছক্কা হজম করার পরই সে গেইলকে ফেরায়। ৯ ওভারে অনেক রান হয়ে যাওয়ার পর আমি সবাইকে বলি- দেখো, আমি এমন পরিস্থিতিতে অনেকবার পড়েছি। আমাদের যত শান্ত থাকা যায় থাকতে হবে। সবাই প্রস্তুত থাকো, আমাদের শুধু দুটি উইকেট প্রয়োজন।’
‘ছেলেদেরকে বলি, সবাই ফাইনালের কথা ভাবছে। অনেক রান করতে চাইবে। এমন চাপের ম্যাচে উইকেট তুলে নিতে পারলে রান আটকে রাখা যাবে। আমাদের বোলাররা ভালো করেছে। আশা করি ফাইনালেও এমন করতে পারবে।’
সাথে যোগ করেন তিনি।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।