ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিয়ে লাভটা কী? প্রশ্ন পাপনের

প্রকাশিত হয়েছে - 2019-11-25T22:45:02+06:00
আপডেট হয়েছে - 2019-11-26T00:08:19+06:00

কয়েক বছর আগেও টেস্ট ক্রিকেটে ধুঁকতে হয়েছিল ভারতকে। দেশের মাটিতে জিতলেও দেশের বাইরে টেস্টে পাত্তাই পেত না ভারত। তবে সময় বদলেছে। দেশের মাটিতে তো সাফল্য পাচ্ছেই সেই সাথে দেশের বাইরেও সাফল্য পেতে শুরু করেছে কোহলি বাহিনীরা। সেদিক দিয়ে চিন্তা করলে টেস্ট ক্রিকেটে অনেক পিছিয়ে বাংলাদেশ। এইত সদ্য শেষ হওয়া সিরিজে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।




বাংলাদেশের টেস্টে এমন পারফরম্যান্সের পর টেস্টে কীভাবে উন্নতি করা যায় সে বিষয়ে পরামর্শ দিয়েছিলেন কোহলি। তার মতে, বোর্ড টেস্ট ক্রিকেটকে কীভাবে প্রচার করছে সেটি বড় বিষয়। সেই সাথে টেস্টকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নজর দিতে বলেছেন কোহলি। তবে ভারতের এ অধিনায়কের কথার সঙ্গে পুরোপুরি একমত নন বিসিবি প্রধান নাজমুল হাসান।
“এটা এক দিক দিয়ে ঠিক। আবার পুরোপুরি ঠিক না। ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিয়ে লাভটা কি হবে? ধরুন আমরা এখন যে ঘরোয়া ক্রিকেট খেলছি স্পোর্টিং উইকেট করছি, বাউন্সি করছি পেসারদের জন্য। একটায় অনুর্ধ-১৯ দল টুর্নামেন্ট খেলছে, সিরিজ খেলছে। আবার ইমার্জিং কাপ খেলছে। জাতীয় দল নেই। যে সমস্ত বোলার আছে এদের সাথে ব্যাটিং করে এরা কি শিখবে? আপনি কার সাথে তুলনা করছেন? আমাদের তো ওরকম বোলারও লাগবে। খালি পিচ তৈরি করলে তো হবে না।”





তবে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও আশার আলো দেখাচ্ছে টেস্টে বাংলাদেশের পেসাররা। ভারতের বিপক্ষে পেসাররাই সফলই ছিলেন বলা যায়। ঘরোয়া ক্রিকেট থেকে ভালো বোলার বের করে আনার কথা বললেন পাপন।
“আমরা এটা নিয়ে ভাবছি। এটা নিয়ে সত্যি সত্যি একটা পরিকল্পনা করেছি যেটা আপনারা দুই তিন মাসের মধ্যে দেখবেন।”
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।