চট্টগ্রামকে বিপিএলের শিরোপা জেতাতে চান আকবর

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-01-13T11:26:53+06:00
আপডেট হয়েছে - 2022-01-13T11:37:38+06:00
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী প্রথমবারের মত খেলতে চলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে আকবর খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে।
[caption id="attachment_187838" align="aligncenter" width="798"]

বিডিক্রিকটাইমের সাথে আলাপচারিতায় আকবর আলী।[/caption]
তারুণ্যনির্ভর দলে আকবরের মত ক্রিকেটারদের ওপর থাকবে দলের ভার। আকবর নিজেও তা জানেন। তাই নিজের প্রথম কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই অল্প বয়সে তারকাখ্যাতি পাওয়া এই ক্রিকেটারের, বিপিএলের শিরোপা জেতাতে চান তার ওপর আস্থা রাখা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
বিডিক্রিকটাইমকে আকবর বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'আমি কোনো টুর্নামেন্টের আগে ব্যক্তিগত কোনো লক্ষ্য নির্ধারণ করি না। দলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য থাকবে।'
চট্টগ্রামকে চ্যাম্পিয়ন করতে আকবর নিজেকে পুরোপুরি নিংড়ে দিতে প্রস্তুত। তিনি বলেন,
'অবশ্যই চেষ্টা থাকবে যেন চ্যাম্পিয়ন হতে পারি। বিপিএলের জন্য সময় খুব কমই পাব। যে কয়টা প্র্যাকটিস সেশন পাই তাতে পুরোপুরি প্রস্তুত করে তোলার জন্য চেষ্টা করব। এবারই প্রথম বিপিএল খেলছি। অবশ্যই চেষ্টা থাকবে সর্বোচ্চটা দিয়ে ভালো করার।'
[caption id="attachment_144850" align="aligncenter" width="592"]

এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা হয়েছে আকবরের। ফাইল ছবি[/caption]
চট্টগ্রামের দলটিকে তরুণ ক্রিকেটারদের মেলা বললে ভুল হবে না। যুব বিশ্বকাপজয়ী দলের চার সদস্য আছেন চট্টগ্রামে। আকবর ছাড়া বাকিরা হলেন
, শামীম পাটোয়ারি ও মৃত্যুঞ্জয় চৌধুরী। প্রত্যেকেই নিজ নিজ জায়গায় সুনাম কুড়িয়েছেন, অবস্থান করে নিয়েছেন দেশের ক্রিকেটে।
আকবরের বিশ্বাস, সাবেক চার সতীর্থ আবারও এক ছাদের নিচে ভালো সময় কাটাবেন। তিনি বলেন,
'সবাই একসাথে থাকলে অফ দ্যা ফিল্ডেও অনেক মজা করি। চেষ্টা থাকবে সবসময়ের মত বাড়তি চাপ নিয়ে উপভোগ করে খেলার। আমরা যেভাবে খেলে অভ্যস্ত সেভাবেই চেষ্টা থাকবে। যেহেতু পাটু, মৃত্যুঞ্জয়, শরিফুল ওরা আছে, অবশ্যই চেষ্টা করব চট্টগ্রামের হয়ে ভালো কিছু করার জন্য।'
'বিপিএল অবশ্যই অনেক বড় একটা প্ল্যাটফর্ম। ম্যানেজমেন্ট যে আস্থা রেখে আমাদের দলে নিয়েছে সেই আস্থার প্রতিদান যেন দিতে পারি।'
- বলেন তিনি।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।