চট্টগ্রামের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন টেইট

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-12-28T18:56:57+06:00
আপডেট হয়েছে - 2021-12-28T19:03:30+06:00
অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক পেসার শন টেইটকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে চট্টগ্রামের কোচিং প্যানেলে কাজ করবেন টেইট।
[caption id="attachment_167492" align="aligncenter" width="659"]

শন টেইট। ফাইল ছবি[/caption]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ টেইটকে কোচিং প্যানেলে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানায়,
'চ্যালেঞ্জার্স ফ্যানদের জন্য বড় খবর। অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট বিপিএলের অষ্টম আসরের জন্য বোলিং কোচ হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিয়েছেন।'
গত আসরের মত এবারও দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন পল নিক্সন। ইতিপূর্বে খেলোয়াড়ের ভূমিকায় বিপিএল মাতিয়ে যাওয়া টেইট ছাড়াও কোচিং প্যানেলে যুক্ত করার জন্য কথাবার্তা চলছে শোয়েব আখতার ও সদ্য অবসর নেওয়া হরভজন সিংয়ের সাথেও।
[caption id="attachment_182794" align="aligncenter" width="742"]

শন টেইট। ফাইল ছবি[/caption]
একনজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াড
সরাসরি চুক্তি
: নাসুম আহমেদ, বেনি হাওয়েল (
), কেনার লুইস (
), উইল জ্যাকস (ইংল্যান্ড)।
ড্রাফট থেকে
:
,
ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, নাঈম ইসলাম।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।