██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

চলতি বিপিএলে লিটনের সাফল্যের রহস্য

চলতি বিপিএলে লিটনের সাফল্যের রহস্য

প্রকাশিত হয়েছে - 2020-01-11T18:56:26+06:00

আপডেট হয়েছে - 2020-01-11T18:56:26+06:00

রাজশাহী রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের ব্যাটিংয়ের ধরণে পরিবর্তন আনায় সাহায্য করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি। এছাড়া কয়েকটি জায়গায় বিশেষ করে কাজ করায় এক নতুন লিটনকে দেখা যাচ্ছে এবারের বিপিএলে বলে তিনি নিজেই জানিয়েছেন।
[caption id="attachment_111600" align="alignnone" width="900"]
চলতি বিপিএলে লিটনের সাফল্যের রহস্য
[/caption]   প্রতিভাবান ব্যাটসম্যান হিসাবে লিটনের পরিচিতি প্রথম থেকেই। চোখ ধাঁধাঁনো কিছু ইনিংস খেললেও সেই ধারাবাহিকতাটাকে ধরে রাখতে পারতেন না তিনি। কিন্তু এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এই সাফল্যে রহস্য হিসাবে লিটন জানিয়েছেন, তার মানসিকতার পরিবর্তন এবং নীল ম্যাকেঞ্জির সান্নিধ্যে ব্যাটিংয়ের ধরণে উন্নতি করা। তিনি বলেন,
'আমার একটাই প্রসেস যা অনুশীলনে চেষ্টা করি। কোনো সময় ম্যাচে কাজে লাগানো হয়, কোনো সময় হয়ে ওঠে না। কিন্তু এবার হয়তো হচ্ছে এজন্য যে পরিপক্বতার জন্য। আমার মনে হয়, আগের বছরের বিপিএলগুলোতে মারলে মারতেই থাকতাম। সব ধরনের শট খেলতে পারি ভেবে সব খেলতে চাইতাম। কিন্তু এবা সেটা কমিয়ে দিয়েছি।'
আগে কোথায় ভুল করতেন সেটাও ভালোভাবেই ধরতে পেরেছেন তিনি, ফলে এবার সে ভুলগুলো শুধরে নিয়ে এগোচ্ছেন। শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছেন ৪৮ বলে ১১ চার ও ১ ছয়ে ৭৫ রানের এক ঝলমলে ইনিংস। এ বিষয়ে রাজশাহীর এই ব্যাটসম্যান বলেন,
 'আপনি যদি দেখেন আগের আসরগুলোতে ১৫ বলে ২৭-৩০ রান করে আউট হয়ে যেতাম। কিন্তু এবার দেখেন ১৫ বলে ১৭ কিংবা ১৩! এই জায়গাতে হয়তো আমি খুব সাধারণ খেলেছি। কিন্তু পাওয়ার প্লেতে অবশ্যই বোলাররা ব্যাকফুটে থাকে। এসব চিন্তা করে ঠিক করেছি, সব ধরনের শত না খেলে সময়মতো ঠিক শটটা খেলার।'
ব্যাটিংয়ে পরিবর্তন আনায় ম্যাকেঞ্জির অবদানের কথা জানান লিটন,
'আমার ব্যাটিংয়ের ধরণে বেশ পরিবর্তন এসেছে। নীলের (ম্যাকেঞ্জি) সাথে অনেকদিন কাজ করছি, ফলশ্রুতিতে ফুটওয়ার্কে বেশ পরিবর্তন এসেছে। গত ২/৩ ম্যাচে মাথাটা একটু যাচ্ছিল, সেটা নিয়েও কাজ করছি, স্ট্যান্স নিয়ে- সর্বোপরি ব্যাটিং অনেক পরিবর্তন এনেছি।'
এবারের আসরে ১২ ম্যাচে ৪২২ রান নিয়ে সর্বোচ্চ রানসাংগ্রাহকের তালিকায় চতুর্থস্থানে এখন লিটন। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদসম্মেলনে তিনি আরও জানিয়েছেন, আগে থেকেই তার লক্ষ্য ছিল অন্তত ৪০০ রান করা। ইতোমধ্যে সে লক্ষ্য ছুঁয়ে ফেলা লিটনের এবারের লক্ষ্য নিজেকে আরও ছাড়িয়ে যাওয়া।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.