██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

চান্দের শতকে জয় শেখ জামালের

চান্দের শতকে জয় শেখ জামালের

প্রকাশিত হয়েছে - 2018-03-24T17:46:43+06:00

আপডেট হয়েছে - 2018-03-24T22:07:26+06:00

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরের সুপার সিক্সের প্রথম ম্যাচে মুশফিক, নাঈমদের লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এইদিনে শেখ জামালের হয়ে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান
ের চান্দ।
এর আগে সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রূপগঞ্জ অধিনায়ক নাঈম। দলীয় ২৪ রানে এক উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় রূপগঞ্জ। অধিনায়ক নাঈম ইসলাম এই ম্যাচেও নিজের রানের ধারাবাহিকতা ধরে রাখেন। মোহাম্মদ নাইমকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন নাঈম। ৪৩ রান করে রবিউলের বলে বিদায় নেন নাইম। তার কিছুক্ষণ পর ৫১ রান করে আউট হন অধিনায়ক নাঈম। পারভেজ রাসুলকে নিয়ে একাই এগিয়ে যান
। তবে ফিরতে হয় ব্যক্তিগত ৩৯ রানে। তবে শেষদিকে পারভেজের ৪৪ ও তুষার ইমরানের অপরাজিত ৪৮ রানে ভর করে ২৬০ রান করে রূপগঞ্জ। শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট পান রবিউল হক। রূপগঞ্জের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শেখ জামাল। রূপগঞ্জকে প্রথম আঘাত এনে দেন বা-হাতি পেসার সৈয়দ রাসেল। তবে পরবর্তীতে ঘুরে দাঁড়ায় শেখ জামাল। দুই ব্যাটসম্যান চান্দ ও রাকিন আহমেদের দায়িত্বশীল ব্যাটিং যেন দলকে জয়ের দিকে নিয়ে যায়। দুই ব্যাটসম্যান মিলে গড়েন ১৫০ রানের জুটি। ৫২ রান করে রাকিন আউট হলেও ম্যাচকে একাই শেখ জামালের দিকে নিয়ে যান চান্দ। দলীয় ২২১ রানে ব্যক্তিগত ১২৭ করে আউট হন চান্দ। তবে দলের হয়ে বাকি কাজটা করে দেন তানভীর হায়দার। ফিফটি হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকেন তানভীর ও ১১ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন অধিনায়ক নুরুল হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ
লিজেন্ডস অব রূপগণ ২৬০-৯ (ওভার ৫০) নাঈম ৫১, তুষার ৪৮*: রবিউল ৫-৩৩ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৬২-৩ (ওভার ৪৮) চান্দ ১২৭, তানভীর ৬৬*: রাসেল ২-৫৩
ম্যাচ ফলাফলঃ
৭ উইকেটে জয়ী শেখ জামাল।
ম্যাচ সেরাঃ
চান্দ (শেখ জামাল)
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.