চোটাক্রান্ত গাপটিলকে নিয়েই নিউজিল্যান্ডের দল ঘোষণা

প্রকাশিত হয়েছে - 2021-02-14T10:06:14+06:00
আপডেট হয়েছে - 2021-02-14T11:33:16+06:00
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের স্কোয়াডে চোটাক্রান্ত মার্টিন গাপটিলকেও রেখেছে কিউইরা। তবে বিপদের কথা মাথায় রেখে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকাও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রতিবেশি দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচটি হবে ক্রাইস্টচার্চে। ঘরের মাঠে এই সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে কিউইরা।
নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক গাপটিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের আগে চোটে ভুগছেন তিনি। কিন্তু এই অভিজ্ঞ ক্রিকেটারকে সহজে ছাড়তে নারাজ নিউজিল্যান্ডও। তাকে নিয়েই ঘোষণা করা হয়েছে স্কোয়াড। যদি গাপটিল খেলতে না পারেন সেইজন্য দলে রাখা ফিন অ্যালেনকেও। তবে অ্যালেনের খেলা নির্ভর করছে গাপটিলের ফিটনেস পরীক্ষার ওপর। গাপটিল ফিটনেস পরীক্ষায় পাশ করে গেলে কপাল পুড়বে ২১ বছর বয়সী অ্যালেনের।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজটা ভালো কাটেনি গাপটিলের। সিরিজের ৩ ম্যাচ খেলে তার গড় ছিল কেবল ১৭। তবে অভিজ্ঞতার বিচারে গাপটিলকে হাতছাড়া করতে চায় না নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাপটিলের একটি সেঞ্চুরিও আছে। অপরদিকে অ্যালেন ঘরোয়া ক্রিকেটের সর্বশেষ আসরে ১১ ইনিংসে ৫১২ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিয়েছেন।
অস্ট্রেলিয়া আরও আগেই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। অজি স্কোয়াডে স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা নেই। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের দলে রাখা হয়েছিল তাদেরকে কিন্তু সেই সিরিজও স্থগিত হয়ে গিয়েছে।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড :
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি, ফিন অ্যালেন (স্ট্যান্ডবাই)।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের সূচি :
১ম টি-টোয়েন্টি
:
২২ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ
২য় টি-টোয়েন্টি
:
২৫ ফেব্রুয়ারি, ডানেডিন
৩য় টি-টোয়েন্টি
:
৩ মার্চ, ওয়েলিংটন
৪র্থ টি-টোয়েন্টি
:
৫ মার্চ, অকল্যান্ড
৫ম টি-টোয়েন্টি
:
৭ মার্চ, টাওরাঙ্গা।