চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি অনিশ্চিত স্টোকসের

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2017-05-28T21:03:39+06:00
আপডেট হয়েছে - 2017-05-28T21:03:39+06:00

শনিবার রোজ বল ক্রিকেট মাঠে
মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকসের ঝড়ো ৭৯ বলে ১০১ রানের সুবাদে ২ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় ইংল্যান্ড ক্রিকেট দল। এই জয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে জিতে সিরিজ জয় করেছে ইংল্যান্ড।
তবে চোটে পড়েছেন দ্বিতীয় ম্যাচের নায়ক বেন স্টোকস। প্রথম ওয়ানডেতে চোট পান বেন স্টোকস। তবে চোট নিয়ে খেলেন দ্বিতীয় ওয়ানডেতেও। হাঁকান ক্যারিয়ারের দ্বিতীয় শতক। চোট নিয়ে ব্যাটিং করলেও, বল করেছেন মাত্র ৩ ওভার। যার কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত এই ইংলিশ অল-রাউন্ডার।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে স্টোকস জানান, "এটা আসব, যাবে। আমার ভালো দিনও গেছে, খারাপ দিনও।"
"আমি জানি না, এটা কতটা ভোগাবে আমাকে। এটা ঠিক, হয় জার্সি গায়ে নামবো নাহলে আমাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিবে। তবে আমি আশাবাদী ইতিবাচক ফলাফলই পাবো।"
চোট নিয়ে সেঞ্চুরি হাঁকালেও বোলিং করেছেন মাত্র তিন ওভার। স্টোকস জানান, মাঠে নেমেছে তখনই হাটুতে ব্যথা অনুভব করেছিলেন তিনি। "যখন আমি মাঠে এসেছি তখনই হাটুতে কিছুটা ব্যথা অনুভব করেছিলাম। তাই আমাদের জানা উচিত, আমার মূল চোটটা কোথায়।"