শুভেচ্ছা দূত হতে পেরে সম্মানিত মাশরাফি

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2016-02-22T23:43:42+06:00
আপডেট হয়েছে - 2016-02-22T23:43:42+06:00

ক্রিকেট দলের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে বরণ করতে পুরোপুরি প্রস্তুত জাতিসংঘ বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার ও
ের পর চতুর্থ বাংলাদেশী ক্রিকেটার হিসেবে জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন মাশরাফি। জাতিসংঘ বাংলাদেশ আগামী বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মাশরাফিকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে বরণ করে নিবে। খবরটি নিশ্চিত করে মাশরাফি বলেন, "আমাকে জাতিসংঘের ঢাকা অফিসের পক্ষ থেকে ডাকা হয় এবং সেখানে তারা আমাকে জানায় যে আমাকে এই সংস্থাটির শুভেচ্ছা দূত পদে নিয়োগ দেওয়া হয়েছে।" বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে ইউএনডিপির প্রথম শুভেচ্ছা দূত মাশরাফি বিন মর্তুজা, সব মিলিয়ে দেশের চতুর্থ ক্রিকেটার। এর আগে জাতিসংঘের সাথে ছিলেন মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার ও সাকিব আল হাসান। মাশরাফি বলেন, "আমি এখনও আনুষ্ঠানিকভাবে কাগজ-পত্র পাই নি। তবে তারা আমাকে জানায় যে আমি কী করতে যাচ্ছি এবং সেটি অনেক বড় সম্মানের কাজ। আমি মনে করি এটি শুধু আমার নিজের সম্মান নয়, এটি সারা দেশের মানুষের একটি সম্মান।"
-রাফিন, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম
.