জাতীয় লিগের প্রথম স্তরে উঠে এল সিলেট

প্রকাশিত হয়েছে - 2019-11-18T10:37:19+06:00
আপডেট হয়েছে - 2019-11-18T10:44:36+06:00
২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। ষষ্ঠ ও শেষ রাউন্ডের ২ দিন বাকি থাকতেই অলোক কাপালির দল চট্টগ্রামকে পরাজয়ের স্বাদ দিয়ে দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফলে এনসিএলের প্রথম স্তরে উত্থিত হয়েছে দলটি। আগামী আসরে শিরোপার লক্ষ্যে প্রথম স্তরে খেলবে সিলেট বিভাগ।




যদিও এবারের লিগে সিলেটের শুরুটা সুখকর ছিল না। প্রথম রাউন্ডে বরিশাল বিভাগের কাছে ইনিংস ও ১৩ রানে হারে দলটি। ছয় রাউন্ড শেষে সিলেট দ্বিতীয় স্তরের শীর্ষ দল, অন্যদিকে বরিশাল আছে তলানিতে থাকার শঙ্কায়।
মোট ৬টি ম্যাচ খেলা সিলেট জয় পেয়েছে ৩টি ম্যাচে। ২টি ম্যাচ হয়েছে ড্র। হেরেছে ঐ একটি ম্যাচেই।





শেষ রাউন্ডে সিলেটের দাপুটে ক্রিকেটের সামনে দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম বিভাগ। ১৮ বছর বয়সী পেসার রুয়েল মিয়ার গতির সামনে ভেঙে পড়া চট্টগ্রাম প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১০৬ রানে। জবাবে সিলেটও ২৩০ রানে অলআউট হয়।
তবে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আবারো রুয়েল মিয়ার বোলিং তোপে ১৬৫ রানে অলআউট হয়ে গেলে সিলেটের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪২ রান। এই ইনিংসে রুয়েল শিকার করেন পাঁচ উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। এই জয়ে দ্বিতীয় স্তর বা টায়ার দুইয়ের চ্যাম্পিয়ন দল হিসেবে পরের আসরের প্রথম স্তরে খেলার যোগ্যতা অর্জন করে অলোক কাপালির নেতৃত্বাধীন দল।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।