জিম্বাবুয়েকে খাটো করে দেখতে নারাজ সাইফউদ্দিন

প্রকাশিত হয়েছে - 2020-02-27T17:09:07+06:00
আপডেট হয়েছে - 2020-02-27T19:30:19+06:00
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলটা জিম্বাবুয়ে বলে খাটো করে দেখতে চাইছেন না বাংলাদেশ দলের এ পেস অলরাউন্ডার।
[caption id="attachment_117466" align="aligncenter" width="640"]

আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাইফউদ্দিন। ছবিঃ এএফপি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
টেস্টে স্বাগতিক বাংলাদেশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। টেস্টের পর সামনেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। শেষবার যখন দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল সেবার সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আইসিসির নিষেধাজ্ঞা কাটানোর পর এই প্রথম ওয়ানডে খেলতে নামছে জিম্বাবুয়ে।





বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন মনে করছেন আগেরবারের মতো এবারো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা সম্ভব।
“হ্যাঁ, অবশ্যই সম্ভব। তুলনামূলকভাবে জিম্বাবুয়ের চেয়ে আমরা অনেক এগিয়ে। টেস্ট সিরিজ আমরা দাপটের সঙ্গেই জিতেছি, গত ওয়ানডে সিরিজেও আমরা তাদের হোয়াইটওয়াশ করেছি। ক্রিকেট মাঠের খেলা, আগে থেকে কোন কিছু বলা কঠিন। তবুও আমরা আশাবাদী।”
দলটা জিম্বাবুয়ে বলে খাটো করে দেখতে চাইছেন না দলের এ পেস অলরাউন্ডার। জিম্বাবুয়ের দলের শক্তিমত্তার কথা উঠতেই মনে করিয়ে দিলেন
দলের কথা।





“মাঠের খেলায় যে ভালো খেলবে তারাই কিন্তু জিতবে। জিম্বাবুয়েকে খাটো করার কিছু নেই। ইংল্যান্ডের মতো দলও নিচের সারির দলের কাছে হেরেছে। এটা আসলে বলা মুশকিল। তারপরও আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করব।”
সাইফউদ্দিনের পিঠের চোট পুরনো। চোট সেরে দীর্ঘ সময় বাদে মাঠে নামছেন তিনি। দলে টিকে থাকতে হলে আবারো নিজেকে প্রমাণ করতে হবে। সাইফউদ্দিন অবশ্য এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। আর কারণটা পেশাদার ক্রিকেট বলেই।
“ইঞ্জুরির কারণে হয়তোবা পাঁচ মাস কিন্তু মাঠের বাইরে ছিলাম আট মাস। এর আগেও বাদ পড়েছি। আমরা পেশাদার ক্রিকেটার। ভালো খেললে দলে থাকবে, খারাপ করলে বাদ পড়ব, এটাই স্বাভাবিক। এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি।”
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।