জয়-ইমনদের ঝড়ো ব্যাটিংয়ে ডিওএইচএসের বড় সংগ্রহ

প্রকাশিত হয়েছে - 2021-06-08T11:42:32+06:00
আপডেট হয়েছে - 2021-06-08T11:42:32+06:00
খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে আগে ব্যাটিং করে নির্ধারিত ১৩ ওভারে ওল্ড ডিওএইচএস সংগ্রহ করেছে ১২০ রান। ডিওএইচএসের পক্ষে ঝড়ো ব্যাটিং করেছেন আনিসুল ইসলাম ইমন, মাহমুদুল হাসান জয় ও রাইয়ান রাফসান।

বিকেএসপিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। ইনিংস নির্ধারণ করা হয় ১৩ ওভারে। ডিওএইচএসের পক্ষে আনিসুল ইসলাম ইমন ভালো শুরু করলেও সঙ্গ দিতে ব্যর্থ হন রাকিন আহমেদ। ১৩ বলে ৫ রান করে খালেদ আহমেদের শিকার হন রাকিন।
২৭ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন ইমন। মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে টানা ছক্কা ও চার হাঁকান এই ডানহাতি ব্যাটসম্যান। সেই ওভারেই মিরাজের বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় ইমনকে।
ইমন ফিরলেও ওল্ড ডিওএইচএসের রানের চাকা সচল রাখেন মাহমুদুল হাসান জয় ও রাইয়ান রাফসান। দুই জনেই ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। জয় করেন অপরাজিত ২৯ রান। তার ২০৭.১৪ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজানো ছিল ২টি চার ও ২টি ছক্কায়। রাফসান বিদায় নেন ২১ বলে ৩৭ রান করে। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ২টি ছক্কা। জয় ও রাফসান ৩২ বলে ৬১ রানের জুটি গড়েন।
নির্ধারিত ১৩ ওভারে ওল্ড ডিওএইচএস সংগ্রহ করেছে ২ উইকেটের বিনিময়ে রান।
খেলাঘরের পক্ষে ১টি উইকেট শিকার করলেও খরুচে ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৩ ওভারে দেন ৩৪ রান। খালেদ
সংক্ষিপ্ত স্কোর
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ওল্ড ডিওএইচএস
১২০/৪ (১৩ ওভার)
ইমন ৪৪, রাফসান ৩৭, জয় ২৯*;
খালেদ ৩-০-২৪-৩, মিরাজ ৩-০-৩৪-১।