টানা তিন ইনিংসে একই 'স্কোরে' আউট আশরাফুল

প্রকাশিত হয়েছে - 2018-10-29T11:53:58+06:00
আপডেট হয়েছে - 2018-10-29T11:53:58+06:00
চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে আবারও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিলেন ঢাকা মেট্রোর ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। তার ফিরে যাওয়ার মধ্য দিয়ে ৪১ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন ঢাকা মেট্রো।

টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে দলীয় ১৮ রানের মধ্যে
(১), মোহাম্মদ নাইম (৯) ও মার্শাল আইয়ুব (১১) করে আউট হলে ক্রিজে শামসুর রহমানের সাথে যোগ দেন মোহাম্মদ আশরাফুল।
ধীরগতিতে ইনিংস শুরু করলেও এ যাত্রায় দলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারেননি তিনি। ৫৪ মিনিট ক্রিজে থেকে ৩০ বল মোকাবেলা করে ২ চারের মারে ১৪ রান করেই সাজঘরে ফিরেন তিনি। সুমন খানের করা ইনিংসের ২২তম ওভারের চতুর্থ বলে রাকিবুল হাসানের হাতে ক্যাচ দিয়ে আউট হলে টানা তিন ইনিংসে একই ব্যক্তিগত সংগ্রহ ১৪ রানে থামে তার ইনিংস।
এর আগে এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে ম্যাচে দুই ইনিংসেই একই সংগ্রহে (১৪ রান) আউট হন তিনি।
মধ্যাহ্ন ভোজনের বিরতির আগে আশরাফুলের বিদায়ে ৫ উইকেট হারিয়ে বসা ঢাকা মেট্রো স্কোরবোর্ডে ৪৮ রান নিয়ে প্রথম সেশনের খেলা শেষ করেছে। দলের বিপর্যয় কাটাতে মরিয়া দুই অপরাজিত ব্যাটসম্যান সৈকত আলি ২ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাবিদ হোসেন ব্যক্তিগত ৬ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন ভোজনের বিরতিতে গেছেন।
ঢাকা বিভাগের বোলারদের অগ্নিঝরা বোলিংয়ের দিনে ৯ ওভার বল করে ৫ মেডেনসহ মাত্র ১৩ রান খরচায় সালাউদ্দিন সাকিল ২টি ও ১১ ওভার বল করে ২৫ রান খরচায় সুমন খান ২টি উইকেট লাভ করেছেন। তাছাড়া ৪ ওভার বল করে নিজের ঝুলিতে একটি উইকেট জমা করেছেন মোশাররফ হোসেন।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।