টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে বিসিবিকে নাফীসের ধন্যবাদ

প্রকাশিত হয়েছে - 2019-03-06T18:16:30+06:00
আপডেট হয়েছে - 2019-03-06T22:02:37+06:00
বিপিএলের পাশাপাশি দেশি ক্রিকেটারদের জন্য পৃথক একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দাবির আয়োজন ছিল অনেকদিন ধরেই। একসময় ডিপিএল টি-টোয়েন্টি সংস্করণ দেখা গেলেও ২০১০ সাল থেকে বন্ধ হয়ে যায় সেটি। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে অভ্যস্ত দেশি ক্রিকেটারের সংখ্যা বৃদ্ধি করতে ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়েছিলেন আরও একটি টুর্নামেন্ট আয়োজনের।
[caption id="attachment_72225" align="aligncenter" width="850"]

এবারের আসরের ফাইনালে উঠেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফাইল ছবি[/caption]
সেই দাবি কিংবা ‘আবদার’ পূরণ করে সম্প্রতি মাঠে গড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসরের, যা পেয়েছিল লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদাও। এই টুর্নামেন্টে শাহরিয়ার নাফীসের দল লিজেন্ডস অব রূপগঞ্জ শুরুতেই বাদ পড়লেও আসর মাঠে গড়ানোয় খুশি ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।বিডিক্রিকটাইমে
র সাথে আলাপকালে নাফিস বলেন,
‘বিসিবিকে ধন্যবাদ এরকম একটা আয়োজনের জন্য। আমরা যারা নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলি তারা এরকম একটা টুর্নামেন্ট বারবার চাচ্ছিলাম। বিসিবি খুব সাফল্যের সাথে বিপিএল আয়োজন করছে। কিন্তু সেখানে ৬-৭টা দলে আমরা মাত্র জনা পঞ্চাশেক খেলোয়াড় সুযোগ পাই। ডিপিএল টি-টোয়েন্টি প্রায় ১৩০-১৪০ জন ক্রিকেটার অংশ নিয়েছে।’
আগে অনুষ্ঠিত টি-টোয়েন্টি আসরগুলোর চেয়ে মানের দিক থেকে ডিপিএলের এবারের টি-টোয়েন্টি আসরকে অনেক এগিয়ে রাখছেন নাফিস। তিনি বলেন,
‘এর আগে এরকম একটা টুর্নামেন্ট আমাদের জন্য খুবই দরকার ছিল। আগে এরকম টি-টোয়েন্টি টুর্নামেন্ট আমরা দেখেছিলাম। তবে সেই তুলনায় এবার অনেক মানসম্মত ও ভালো মানের টুর্নামেন্ট হয়েছে। বিসিবিকে ধন্যবাদ জানাই। গাজী টিভি, ওয়ালটনকে ধন্যবাদ জানাই আমাদের এত ভালো একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য।’
তিনি মনে করেন, কম ব্যাপ্তি নিয়ে শুরু হলেও ডিপিএল টি-টোয়েন্টি সামনে আরও সাফল্য এনে দিবে। নাফীস বলেন,
‘মাত্র দুটি ম্যাচ ছিল, এরপর সেমিফাইনাল ফাইনাল। খুব ছোট কলেবরে ছিল কিন্তু শুরুটা হল। এই টুর্নামেন্ট বড় হলে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিপিএলে জায়গা করে নেওয়া সহজ হবে। আশা করি বিপিএলের সহায়ক টুর্নামেন্ট হিসেবে এই টুর্নামেন্ট আয়োজিত হবে, আরও বড় হবে। এই টুর্নামেন্ট খেলেই আমরা ওয়ানডে টুর্নামেন্টে যাচ্ছি। সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা হল।’
দেখুন শাহরিয়ার নাফীসের দেওয়া একান্ত সাক্ষাৎকারের ভিডিওটি-