টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ খেলবে হোবার্টে

প্রকাশিত হয়েছে - 2019-01-29T06:02:26+06:00
আপডেট হয়েছে - 2019-01-29T11:03:17+06:00
চার বছর বিরতি দিয়ে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ। ১ বছর আগেই আজ সকালে সিডনিতে ঘোষণা করা হলো তার সূচি।

১৬ দলের পুরুষদের আসরকে ২টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে লড়বে কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে আসা ছয়টি দল। মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে প্রথম রাউন্ডে। প্রতি গ্রুপ থেকে দুইটি করে মোট চারটি দল কোয়ালিফাই করবে সুপার ১২ এর জন্য যেখানে আগে থেকেই থাকবে টি টোয়েন্টির সেরা আট দল। সুপার ১২ এর দল গুলো দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে দুইটি দল যাবে সেমিফাইনালে। একই বছরে নারী ও পুরুষদের উভয় আসর বসবে অস্ট্রেলিয়াতে। ২১শে ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত চলবে নারীদের আসর। ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত চলবে পুরুষদের আসর।
পুরুষদের আসরের প্রথম রাউন্ড
সুপার ১২
বাংলাদেশ দল যদি তাদের গ্রুপের চ্যাম্পিয়ন হয় তাহলে পড়বে গ্রুপ বি তে। যেখানে বাংলাদেশকে খেলতে হবে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অপরদিকে রানার্সআপ হলে বাংলাদেশ খেলবে গ্রুপ এ তে যেখানে থাকবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া, উইন্ডিজ ও পাকিস্তান। সচরাচর রীতি ভেঙ্গে এবার আইসিসি ভারত ও পাকিস্তানকে দুই আলাদা গ্রুপে রেখেছে।
গ্রুপ এ : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উইন্ডিজ, পাকিস্তান ও ২ কোয়ালিফায়ার ( গ্রুপ স্টেজ এ১ ও গ্রুপ স্টেজ বি ২)
গ্রুপ বি : ভারত, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ২ কোয়ালিফায়ার ( গ্রুপ স্টেজ বি১ ও গ্রুপ স্টেজ এ ২)
সেমিফাইনাল ও ফাইনাল
১ম সেমিফাইনাল হবে সিডনিতে ১১ই নভেম্বর, ২য় সেমিফাইনাল হবে এডিলেড ১২ই নভেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্নে ১৫ই নভেম্বর।
নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপে ১০টি দল ২ গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। ৮ টি দল ইতিমধ্যে চূড়ান্ত।২টি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। বাছাইপর্ব অতিক্রম করলে বাংলাদেশ নারী দলেরও সুযোগ থাকবে মূল আসর খেলার। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মেলবোর্নে।