ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে শোয়েব মালিকের ভাতিজা

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-12-21T11:07:46+06:00
আপডেট হয়েছে - 2021-12-21T11:10:00+06:00
শোয়েব মালিকের ভ্রাতুষ্পুত্র হিসেবে আগে থেকেই ডাকনাম ছিল মোহাম্মদ হুরাইরার। তবে ১৯ বছর বয়সী এই তরুণ এবার আলোচনায় নিজ যোগ্যতায়। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রান করার কীর্তি গড়েছেন তিনি।
[caption id="attachment_184845" align="aligncenter" width="939"]

ট্রিপল সেঞ্চুরির পর আপ্লুত হুরাইরার উদযাপন।[/caption]
প্রথম শ্রেণির ক্রিকেটে গত অক্টোবরে অভিষেক হয় হুরাইরার। সোমবার (২০ ডিসেম্বর) কায়েদ-ই-আজম ট্রফিতে বালুচিস্তানের বিপক্ষে নর্দার্নের হয়ে ৩১১ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন তিনি। ৩৪৩ বল মোকাবেলা করে গড়া এই ইনিংসে ছিল ৪০টি চার ও ৪টি ছক্কা।
পাকিস্তানের দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি বা ত্রিশতকের রেকর্ড গড়েছেন হুরাইরা। সবচেয়ে কম বয়সী পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের। ১৯৭৫ সালে কার্দার সামার শিল্ডের ফাইনালে মিয়াঁদাদও করেছিলেন ৩১১ রান। সে সময় তার বয়স ছিল ১৭ বছর।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা হুরাইরার এটি ক্যারিয়ারের তৃতীয় তিন অঙ্ক স্পর্শ করা ইনিংস। আছে তিনটি অর্ধশতকও। নিজের দ্বিতীয় ম্যাচেই প্রথম শতকের দেখা পেয়েছিলেন তিনি।
[caption id="attachment_184846" align="aligncenter" width="693"]

এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন হুরাইরা।[/caption]
চলমান কায়েদ-ই-আজম ট্রফিতে বর্তমানে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এর আগে অনূর্ধ্ব-১৭ ক্রিকেটেও আলো ছড়িয়েছেন।
ের জেতা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াডে ছিলেন হুরাইরা। বিশ্বকাপে ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।