ডট বলের রাজা আশরাফুল, সবাইকে ছাড়িয়ে তামিম

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-04-16T19:33:09+06:00
আপডেট হয়েছে - 2020-04-16T19:38:51+06:00
বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে এখন তিন হাজার রানের চৌকাঠ অতিক্রম করেছেন পাঁচজন ব্যাটসম্যান। তাদের মধ্যে সবচেয়ে বেশি ডট খেলার রেকর্ডটা বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। শতকরা হার বিবেচনায় আনলে সবচেয়ে বেশি ডটের হার মোহাম্মদ আশরাফুলের।

ওয়ানডেতে তিন হাজারের বেশি রান করা বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান হলেন
, তামিম ইকবাল,
, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল।





২০৫ ইনিংস ব্যাটিং করে ৭২০২ রান করেছেন তামিম। তার স্ট্রাইক রেট ৭৮.৬৮। ৯১৫৩ বল মোকাবেলা করে তার মাঝে তামিম ডট খেলেছেন ৫২৬০ টি। শতকরা ৫৭.৪৬ ভাগ বল ছিল ডট। তার চেয়ে বেশি হার একমাত্র মোহাম্মদ আশরাফুলের। ৩৪৬৮ রানের মালিক আশরাফুলের গড় তিন হাজার অতিক্রম করা পাঁচজনের মধ্যে সবচেয়ে কম। ২২.৩৭ গড় তার। ৪৯৪৬ বলের মধ্যে আশরাফুলের ডট বলের হার ৬০.৩৫।

৬১৭৪ রান করে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। ৭৭৯৪ বলের মধ্যে মুশফিক খেলেছেন ৩৮৫০ ডট। প্রতি একশ' বলে তার ডট ৫০.৬৭। মুশফিকের চেয়ে ডট খেলার বেশি প্রবণতা দেখা গিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ৫৩১১ বলের মধ্যে রিয়াদ রান নিতে পারেননি ২৮২৩ বলে। ৫৩১১ বলের মধ্যে ৫৩.১৫% বল ছিল ডট।





ডট বল খেলার হার ৫০-এর নিচে রেখেছেন একমাত্র সাকিব আল হাসান। প্রতিপক্ষ দলের ফিল্ডারদের সবচেয়ে বেশি ব্যস্ত রাখেন তিনি। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তিন হাজারের বেশি রান করা পাঁচজনের মধ্যে আশির ওপরে স্ট্রাইক রেট একমাত্র তার, গড়টাও সর্বোচ্চ। ৮২.৭৫ স্ট্রাইক রেট আর ৩৭.৮৬ গড়ে সাকিব করেছেন ৬৩২৩ রান। ৭৬৪১ বলের মধ্যে ডটের সংখ্যাটা ৩৭২৭। শতকরা ৪৮.৭৭ টি বল ডট খেলেছেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।