ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে বিশ্বকাপে গেইলের ছক্কার রেকর্ড

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-05-31T18:33:56+06:00
আপডেট হয়েছে - 2019-05-31T19:29:40+06:00
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে উইন্ডিজ ও পাকিস্তান। পাকিস্তানের দেয়া ১০৬ রানের মামুলী লক্ষ্যে ব্যাটিং করতে নেমেই বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিজের ক্রিস গেইল। এই গড়তে তিনি টপকে গিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে।

২০০৩ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছেন গেইল। এবারের আসরটি তার পঞ্চম বিশ্বকাপ। আসর শুরুর আগে আগের ৪টি বিশ্বকাপে ৩৭টি ছক্কা হাঁকিয়ে সাবেক প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্সের সাথে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন তিনি।




উইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারে বল করছিলেন হাসান আলি। ওভারের দ্বিতীয় বলে এই পাকিস্তানি পেসারকে উড়িয়ে ছক্কা মেরে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে ৩৮তম ছক্কার মালিক হন তিনি। পরের বলেই আবার হাসান আলিকে উড়িয়ে ছক্কা হাঁকিয়েছেন গেইল।
এরপর অর্ধশতক হাঁকিয়ে আউটের আগে আরও একটি ছক্কা হাঁকান তিনি। যা বিশ্বকাপে তার ছক্কার সংখ্যাকে নিয়ে গেছে ৪০-এ। এই দুইজন ছাড়াও ত্রিশের অধিক ছক্কা হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। তার ব্যাট থেকে এসেছে ৩১টি ছক্কা।





বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ৫ ব্যাটসম্যান-
ক্রিস গেইল- ৪০টি।
এবি ডি ভিলিয়ার্স- ৩৭টি।
রিকি পন্টিং- ৩১টি।
ব্রেন্ডন ম্যাককালাম- ২৯টি।
হার্শেল গিবস- ২৮টি।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।