ডেঙ্গুতে আক্রান্ত সৌম্য'র বাবা

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2019-08-13T11:53:58+06:00
আপডেট হয়েছে - 2019-08-13T11:54:55+06:00
সারা দেশ যখন ঈদের আমেজে ভরপুর,তখন খারাপ খবর শুনতে হল ক্রিকেটার সৌম্য সরকারকে। তার বাবা কিশোরী মোহন সরকার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাই ছুটতে হয়েছে হাসপাতালে।





ঈদ কাটাতে বেশিরভাগ ক্রিকেটার গিয়েছেন নিজ বাড়িতে। সৌম্যর অবশ্য ঈদের ব্যস্ততা নেই তেমন। তবুও তিনি বাবা-মায়ের পাশে সময় কাটাতে গিয়েছিলেন নিজ এলাকায়, সাতক্ষীরায়।
তবে ঈদের দিনই ধরা পড়ে- ডেঙ্গুতে আক্রান্ত সৌম্যর বাবা মোহন। মোহন অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কয়েকদিন আগে একটি কাজে ঢাকায় গিয়েছিলেন। নিজেদের ঢাকাস্থ বাসায় থেকেছেনও বেশ কয়েকদিন। সেখান থেকে ফেরার আগেই সম্ভবত হয়েছেন এডিস মশার কামড়ের শিকার।





ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সৌম্যর বাবার প্লাটিলেট কমে এসেছে। অবশ্য রোগ নিয়ে বসে থাকার সুযোগ নেই। যশোর থেকে বিমানযোগে ঈদের দিন রাতই পাড়ি জমিয়েছেন ঢাকায়। এবার অবশ্য মশার আক্রমণে পরিণত হওয়ার জন্য নয়! ডেঙ্গুর চিকিৎসার্থে।
রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ ক্রমশই বাড়ছে। ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। এমনকি ঘটছে প্রাণহানির ঘটনাও। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরে একটু ভড়কে যাওয়াই তাই স্বাভাবিক।
তবে চিকিৎসকেরা জানিয়েছেন, সৌম্যর বাবা কিশোরী মোহনকে নিয়ে আশঙ্কার কিছু নেই। তার এই জ্বর সারতে খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না। যদিও সাধারণ ডেঙ্গুর মত শরীরে ব্যথা আছে স্বাভাবিকভাবেই। কয়েকদিন চিকিৎসা নিলেই সেরে উঠবেন তারকা ক্রিকেটারের গর্বিত বাবা।
প্রসঙ্গত, এখন পর্যন্ত ১৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে সাতক্ষীরা জেলায়, যাদের বেশিরভাগই ঢাকা-ফেরত।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।