ঢাকাতেও ভালো করতে মুখিয়ে সিলেট সিক্সার্স

প্রকাশিত হয়েছে - 2017-11-10T23:14:45+06:00
আপডেট হয়েছে - 2017-11-10T23:44:17+06:00
দলে তারকার ছড়াছড়ি না থাকায় বিপিএল শুরুর আগে লাইমলাইট তেমন ছিল না সিলেট সিক্সার্সের ওপর। তবে টুর্নামেন্ট শুরু হতেই যেন সব আলো নিজেদের দিকে কেড়ে নিয়েছে সিলেট সিক্সার্স।
ের নেতৃত্বে সিলেট সিক্সার্স প্রথম চার ম্যাচের তিনটিতেই পেয়েছে জয়। রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ঘরের মাঠের মতো ঢাকাতেও ভালো করতে বদ্ধ পরিকর নাসিররা।
শনিবার ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। শুক্রবার অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সিলেট সিক্সার্সের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। সোহান জানান, ঢাকাতেও ভালো খেলতে মুখিয়ে আছেন তারা।
ঢাকায় সিলেটের লক্ষ্য ভালো শুরু করা বলে জানিয়েছেন নুরুল হাসান সোহান। তিনি বলেন,
"সিলেটে আমরা ভালো শুরু করেছিলাম। এখানেও একই লক্ষ্য থাকবে যেন শুরুটা ভালো করতে পারি।"
নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মোকাবেলা করেছিল সিলেট সিক্সার্স। শনিবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুদল। সিলেটের মাটিতে ঢাকাকে নয় উইকেটে হারিয়ে দিয়েছিল সোহানরা। এবার খেলা হবে ঢাকার মাটিতে। সোহান চান নিজেদের সেরাটা দিতে।
সোহান বলেন, "
ঢাকা অবশ্যই ভালো দল। শক্তিশালী দল। আমাদের লক্ষ্য থাকবে মাঠে যেন আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি।"
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সিলেট সিক্সার্সের জয়ের নায়ক ছিলেন নুরুল হাসান সোহান। শেষ ওভারে ছক্কা আর চার শ্বাসরূদ্ধকর ম্যাচে সিলেটকে জয় এনে দেন তিনি। ব্যাটিংয়ে নামছেন সাত বা আটে। আরো ওপরে ব্যাটিং করতে পারলে ভালো হয় কিনা তা নিয়ে ভাবছেন না সোহান। যেখানেই নামেন না কেন রাখতে চান দলের জয়ে অবদান। সোহান বলেন,
"আমার সব সময়ই লক্ষ্য থাকে, দু’রান করেও যদি দলকে জেতাতে পারি।"
কোনো ব্যক্তিগত লক্ষ্য নিয়েও ভাবছেন না সোহান। দলের লক্ষ্যটাকেই বড় করে দেখছেন তিনি। সোহানের মতে দল যেভাবে চাইবে সেভাবেই নিজের লক্ষ্যটাও পূরণ করতে হবে। শুধু দল নিয়েই ভাবছেন তিনি।
সিলেট সিক্সার্সের টিম স্পিরিট তাদের মূল শক্তি বলে জানান সোহান। তিনি বলেন, "
আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট টিম স্পিরিট। "
তাছাড়া
দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও উপুল থারাঙ্গা সিলেটের কাজ সহজ করে দিচ্ছে বলে মনে করেন তিনি।