'তরুণ কোহলি'র খোঁজ পেয়েছেন ডু প্লেসিস

প্রকাশিত হয়েছে - 2020-11-01T21:21:06+06:00
আপডেট হয়েছে - 2020-11-01T21:21:06+06:00
আইপিএলের শেষদিকে এসে 'নতুন কোহলি'র খোঁজ পেয়েছেন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসিস। চেন্নাই সুপার কিংসের রুটুরাজ গাইকোয়াদকে কোহলির তরুণ সময়ের মত একজন পারফর্মার হিসেবে মনে ধরেছে ডু প্লেসিসের।

ইতিহাসের সবচেয়ে বাজে পারফরম্যান্স প্রদর্শন করে চেন্নাই এবারের আইপিএল শেষ করেছে। এবারই প্রথম জনপ্রিয় দলটির অবস্থান পয়েন্ট টেবিলের শেষে। দলগুলো এখনো শেষ চারের জন্য লড়াই চালিয়ে গেলেও চেন্নাইয়ের আইপিএল মিশন ইতোমধ্যে শেষ।
রবিবার (১ নভেম্বর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরে নিজেদের শেষ ম্যাচ খেলে চেন্নাই। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জয় তুলে নিয়ে আসরের ষষ্ঠ সাফল্যের দেখা পায় চেন্নাই, যে ফলাফল পাঞ্জাবেরও বিদায়ঘণ্টা বাজায়। চেন্নাইয়ের জয়ে বড় অবদান রুটুরাজ গায়কোয়াদের, ওপেনিংয়ে নেমে যিনি ৪৯ বলে ৬২ রানের ঝলমলে এক ইনিংস খেলে অপরাজিত থাকেন।
গাইকোয়াদের সাথে ওপেনিংয়ে নেমেছিলেন ৪৮ রান করা ডু প্লেসিস। ২৩ বছর বয়সী তরুণ এই ব্যাটসম্যানকে পুরো আইপিএল জুড়েই পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন। টানা তিন ম্যাচে অর্ধ-শতক হাঁকিয়ে গাইকোয়াদ ডু প্লেসিসকে এতটাই মুগ্ধ করেছেন যে, তাকে তরুণ কোহলি মনে হচ্ছে সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়কের।
ডু প্লেসিস বলেন,
'গাইকোয়াদকে তরুণ কোহলির মত মনে হচ্ছে। তাই না? চাপের মুখে কীভাবে ব্যাটিং করল। পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে তরুণদের কাছ থেকে আপনি এমন পারফরম্যান্সই আশা করবেন।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
শেষদিকে ঘুরে দাঁড়ালেও ১৪ ম্যাচে মোটে ৬ জয় নিয়ে ডু প্লেসিস অবশ্য খুশি নন। তিনি বলেন,
'এটা হতাশাজনক একটি মৌসুম ছিল আমাদের জন্য। তবে তিনটি জয় দিয়ে তো শেষ করতে পারলাম।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।